E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে টিকা নিলেন আরও প্রায় সাড়ে ১২ লাখ মানুষ

২০২১ নভেম্বর ১২ ০০:৪১:৪৮
দেশে টিকা নিলেন আরও প্রায় সাড়ে ১২ লাখ মানুষ

স্টাফ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ লাখ ৪৫ হাজার ১৭০ জন করোনার টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন নয় লাখ ৭০ হাজার ২৫৮ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৯১২ জন।

এ নিয়ে দেশে মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়ালো আট কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৩২২ জনে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন পাঁচ কোটি ১১ লাখ ২১ হাজার ৭০৫ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন তিন কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬১৭ জন।

২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ চার লাখ ৪৩ হাজার ২৯৬ জন এবং নারী পাঁচ লাখ ৬১ হাজার ৩০৪ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ এক লাখ ৩৫ হাজার ৯৯৭ জন এবং নারী এক লাখ ৩৮ হাজার ৯১৫ জন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এদিকে বৃহস্পতিবার (১১ নভেম্বর) পর্যন্ত দেশে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় কোটি ৫৯ লাখ ৭৫ হাজার ৩৯২ জনে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ছয় কোটি ৫০ লাখ ৩২ হাজার ৬৬৬ জন ও পাসপোর্টের মাধ্যমে নয় লাখ ৪২ হাজার ৭২৬ জন নিবন্ধন করেছেন।

(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test