E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে করোনা টিকাগ্রহীতার সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়িয়েছে

২০২১ নভেম্বর ১৬ ১১:৫২:২৯
দেশে করোনা টিকাগ্রহীতার সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়িয়েছে

স্টাফ রিপোর্টার : চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম এবং মর্ডানার টিকা দেওয়া হচ্ছে।

গত ২৭ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে দুই ডোজ মিলিয়ে টিকাগ্রহীতার সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়িয়েছে।

দেশে এখন পর্যন্ত সর্বমোট ৮ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৬৩৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৪২৫ জন। আর দুই ডোজেরই টিকা পেয়েছেন ৩ কোটি ৩৪ লাখ ৬ হাজার ২০৮ জন।

সোমবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

এদিকে, রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ৩ হাজার ৩২৭ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহীতা ২ লাখ ৪১ হাজার ২৪ জন এবং দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৩০৩ জন।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ১৮ হাজার ৪৫২ জন ও নারী ১ লাখ ২২ হাজার ৫৭২ জন। আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৩১ হাজার ৯৯৪ জন ও নারী ১ লাখ ৩০ হাজার ৩০৯ জন।

আজ পর্যন্ত টিকা নিতে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ৬৪২ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৬ কোটি ৫৮ লাখ ৩৮ হাজার ৭৬৮ জন ও পাসপোর্টের মাধ্যমে ৯ লাখ ৫০ হাজার ৮৭৪ জন নিবন্ধন করেছেন।

(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test