E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এক সপ্তাহেই লাখ ছাড়ালো করোনা শনাক্ত

২০২২ জানুয়ারি ৩১ ১৭:৪৬:১৯
এক সপ্তাহেই লাখ ছাড়ালো করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার : এক সপ্তাহের ব্যবধানে রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া রোগী, করোনার নমুনা পরীক্ষা, মৃত্যু এবং করোনা থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেড়েছে।

চলতি জানুয়ারি মাসের তৃতীয় এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (১৭-২৩ জানুয়ারি) তুলনায় চতুর্থ এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (২৪-৩০ জানুয়ারি) পরিসংখ্যানে এ পরিবর্তন দেখা গেছে।

সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ পরিসংখ্যান পাওয়া গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, চতুর্থ এপিডেমিওলজিক্যাল সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৪৪৪টি যা আগের সপ্তাহের তুলনায় ২৩.৯ শতাংশ বেশি।

এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৯৬ জনের। শনাক্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৪৮.৬ শতাংশ বেশি। করোনায় মৃত্যু হয়েছে ১৪০ জনের এবং করোনা থেকে সেরে উঠেছেন ৮৭৮৪ জন। মৃত্যু ও সেরে ওঠার সংখ্যা আগের সপ্তাহের তুলনায় যথাক্রমে ৭৭.২ ও ১২১.৪ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে।

(ওএস/এসপি/জানুয়ারি ৩১, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test