E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

২০২৩ আগস্ট ০৯ ১৮:৫২:০৫
নগরকান্দায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

নগরকান্দা প্রতিনিধি : বিভিন্ন স্থানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। এদিকে মশা নিধনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রামাঞ্চলে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। এমনকি জনসচেতনতামূলক কোনো কার্যক্রমও চালানো হচ্ছে না। 

ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। বুধবার দুপুর পর্যন্ত নগরকান্দা উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ২৪ ঘনটায় ভর্তি রয়েছেন ১১ জন রোগী।এ পর্যন্ত ১২৭ জন ডেঙ্গু রোগি কে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মশার যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ। অথচ মশা নিধনে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এমনকি জনসচেতনতামূলক কোনো কার্যক্রম করতেও দেখা যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টবে পানি জমতে দেওয়া যাবে না। এতে এডিস মশার জন্ম হতে পারে। জ্বরে আক্রান্ত হলে দ্রুত পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। সবাইকে মশারি ব্যবহার করার জন্য অনুরোধ করেন।

(পিবি/এসপি/আগস্ট ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test