E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে, মৃত্যু ১

২০২৩ আগস্ট ১০ ১৯:০৪:৫৭
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে, মৃত্যু ১

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত দুদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আরও ২৪ জন। এদিকে, প্রথমবারের মতো সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত একজন নারীর মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দুই শত ছাড়িয়েছে। গত ৪৮ ঘন্টায় নতুন করে আরো ১৪ জনের ডেঙ্গু জ্বর সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়ালো ২২১ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি- বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ৩১ জন রোগী ভর্তি রয়েছেন। বাকীরা ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তার নাম ফেরদৌসি খাতুন (৩৫)। তিনি যশোরের শার্শা উপজেলা সদরের বাসিন্দা। মঙ্গলবার রাত ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র বিশ মিনিটের মধ্যে তিনি মারা যান।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু সুফিয়ান রুস্তম বলেন,জেলায় ডেঙ্গু পরিস্থিতি অন্যান্য জেলার তুলনায় বেশ ভালো। অধিকাংশ রোগীই ঢাকা অথবা বাইরের জেলা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এসেছেন। সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তবে জলাবদ্ধ এলাকা হিসেবে এখানে ঝুঁকিও রয়েছে। বাসা-বাড়িসহ আশপাশের জলাবদ্ধতা নিরসন করতে হবে। ড্রেন পরিস্কারসহ শহরকে ডেঙ্গুমুক্ত করতে পৌরসভারও ভুমিকা রয়েছে। আগামী রোববার জেলার উন্নয়ন সমম্বয় সভায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান জেলার নবাগত সিভিল সার্জন।

(আরকে/এসপি/আগস্ট ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test