E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৪ ঘণ্টায় টাঙ্গাইলে আরো ৫০ জন ডেঙ্গু আক্রান্ত

২০২৩ আগস্ট ১৬ ১৯:১১:৩১
২৪ ঘণ্টায় টাঙ্গাইলে আরো ৫০ জন ডেঙ্গু আক্রান্ত

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : সারাদেশের মতো টাঙ্গাইলেও বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৪ জন।

বুধবার (১৬ আগস্ট) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২১ জন, নাগরপুর উপজেলায় আটজন, মির্জাপুর উপজেলায় ৯ জন, মধুপুর উপজেলায় পাঁচজন, গোপালপুর উপজেলায় তিনজন আর ধনবাড়ী উপজেলায় রয়েছেন চারজন।

তিনি আরও জানান, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৪ জন। সুস্থ হয়েছেন ৯৬৬ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৮ জন রোগী। মারা গেছেন একজন।

(এসএম/এসপি/আগস্ট ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test