E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন ডেঙ্গু আক্রান্ত 

২০২৩ আগস্ট ১৮ ১৬:৪২:১৪
রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন ডেঙ্গু আক্রান্ত 

মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীতে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই প্রকট আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৭৬ রোগী।

শুক্রবার (১৮ আগষ্ট) দুপুরে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য জানিয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় এখন পর্যন্ত ৯৮০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৯০৪ জন।

চিকিৎসাধীন রোগীর মধ্যে রাজবাড়ী সদর হসপিটালে ২৮ জন,পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন ভর্তি রয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে রাজবাড়ী সদরে ১৮ জন, বালিয়াকান্দিতে ৩ জন, কালুখালীতে ৩ জন, গোয়ালন্দে ৪ জন। তবে পাংশায় নতুন করে কেউ আক্রান্ত হয় নাই।

তবে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আলাদা ওয়ার্ড না থাকলেও পর্যাপ্ত কিট, ওষুধ ও মশারি রয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ী সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইব্রাহিম টিটন।

তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রথমত মশারির মধ্যে থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে দ্রুতই সুস্থ হওয়া সম্ভব। তবে সচেতনতার বিকল্প নাই।

(এমজি/এসপি/আগস্ট ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test