E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশে ১ লাখ রোগীর জন্য একজন থেরাপী স্পেশালিষ্ট

২০২৩ অক্টোবর ০৭ ১৮:৩৯:৩৫
বাংলাদেশে ১ লাখ রোগীর জন্য একজন থেরাপী স্পেশালিষ্ট

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দেশে ১ লাখ রোগীর জন্য মাত্র একজন ফিজিওথেরাপী স্পেশালিষ্ট রয়েছেন। আর ১৮ কোটি মানুষের জন্য মাত্র তিনহাজার স্পেশালিস্ট রয়েছে। এর মধ্যে ১ হাজার ২শত জন স্পেশালিষ্ট রয়েছেন দেশের বাহিরে। অর্থাৎ ১৮ কোটি মানুষের থেরাপি চিকিৎসার জন্য মাত্র ১ হাজার ৮শত জন বিশেষজ্ঞ থেরাপি স্পেশাষ্টি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ও ফিজিওথেরাপিষ্ট আইসিইউ ডা: আবু মোঃ রামিম।

শনিবার ( ৭ অক্টোবর) দুপুর ১টায় মৌলভীবাজার শহরের পৌরসভা মিলনায়তনে হ্যাভেন স্টার আয়োজিত বিশেষ চাদিা সম্পন্ন শিশু-কিশোরদের থেরাপি বিষয়ক ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ তথ্য জানান দেশের বিশিষ্ট এই থেরাপি স্পেশালিষ্ট।

হ্যাভেন স্টারের পরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ.স.ম সালেহ সোহেল এর সভাপতিত্বে ও হাসান আহমদ রাজার সঞ্চালনায় থেরাপি বিষয়ক ক্যাম্প এর উদ্বোধন করেন, মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্তাবধায়ক ডা: বিনেন্দু ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন ও ব্যবসায়ী সালেহ আহমদ।

দেশের নামকরা রাজনীতিবিদ থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের থেরাপি স্পেশালিষ্ট হিসেবে ঢাকায় দ্বায়িত্ব পালন করে আসছেন ফিজিওথেরাপিষ্ট ডা: আবু মোঃ রামিম। তার এই সেবার মাধ্যমে শতশত হার্টের রুগী সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে তিনি বলেন, এখন থানা পর্যায়েও ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠেছে। এই সেন্টার গুলোর জন্য নির্দিষ্ট কোন আইন প্রণয়ন হয়নি, তবুও দেশে এগুলো চলছে।

তিনি আরো বলেন, দেশে বিভিন্ন রোগে আক্রান্তরা ডাক্তারের পরামর্শ না নিয়েই ক্ষতিকর এন্টিবায়েটিক ঔষধ সেবন করছেন, ফলে কিডনি ডেমেজসহ শরীরে নানা পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এগুলো থেকে পরিত্রাণের উপায় হলো চিকিৎসকের পরামর্শ। শরীরের নানা স্থানে ব্যথার জন্য তাৎক্ষণিক পেইনকিলার নামক ক্ষতিকর এন্টিবায়েটিক সেবন না করে প্রাথমিকভাবে ফিজিওথেরাপি সেবা গ্রহন উত্তম এবং কার্যকর। বর্তমানে আমাদের দেশে প্রচুর সংখ্যক হার্টের রুগী রয়েয়ে। এই হার্টের রোগীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা হচ্ছে থেরাপি। সঠিক নিয়মে থেরাপি দেয়ার কারণে অনেক হার্টের রোগী সুস্থ হয়ে উঠছেন।

অনুষ্ঠান শেষে হ্যাভেন স্টারের আয়োজনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বেশ কয়েকজ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থেরাপি বিষয়ক পরামর্শ ও সেবা নেন। এর বাহিরে শরীরের বিভিন্ন স্থানে ব্যথায় আক্রান্ত বেশ কয়েকজন মধ্যবয়সী রুগীও দেশের বিশিষ্ট এই থেরাপি স্পোলিষ্টের কাছ থেকে থেরাপির বিভিন্ন কৌশল রপ্ত করেণ।

অনুষ্ঠানে হ্যাভেন স্টারের পরিচালক আ.স.ম সালেহ সোহেল জানান, মৌলভীবাজারে বেঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য ফিজিওথেরাপি সেন্টার। এসব সেন্টারে উচ্চ পর্যায় থেকে প্রশিক্ষিত কোন থেরাপি স্পোলিষ্ট নেই। তবুও এগুলো চলছে। আমরা শীঘ্রই মৌলভীবাজারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের জন্য মান সম্পন্ন থেরাপি সেন্টার চালু করতে যাচ্ছি।

(একে/এসপি/অক্টোবর ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test