E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

২৪-২৫ ফেব্রুয়ারি ঢাকায় পিএইচএ গ্লোবাল সামিট

২০২৩ ডিসেম্বর ০১ ২০:০৮:৫১
২৪-২৫ ফেব্রুয়ারি ঢাকায় পিএইচএ গ্লোবাল সামিট

স্টাফ রিপোর্টার : দেশে প্রথমবারের মতো প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) গ্লোবাল সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছর। ২০২৪ সালের ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টার এই সামিট অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে পিএইচএ’র অ্যাডভাইজারস ব্রেকফাস্ট মিটিংয়ে এই গ্লোবাল সামিট বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, এই সামিটে এক হাজার ২০০ জনের বেশি চিকিৎসক অংশ নেবেন। এতে সবচেয়ে বেশি উপস্থিত থাকবেন বাংলাদেশি চিকিৎসক, যারা বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা পেশায় নিয়োজিত।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা ইউনিভার্সিটির কলেজ অব মেডিসিনের ফ্যাকাল্টি এবং ফ্লোরিডা হাসপাতালের পরিপাকতন্ত্র ও লিভার বিভাগীয় প্রধান ডা. বিএম আতিকুজ্জামান বলেন, আজকের এই অনুষ্ঠানে আমাদের অনেক শিক্ষক এসেছেন। আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনাদের ছাত্ররা যারা দেশ ছেড়ে গিয়েছিলেন তারা আবারও ফিরে এসেছেন দেশের জন্য কিছু করতে। এতে ১২টির বেশি কোর্স থাকবে। বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশন এবং সংস্থা এতে যুক্ত থাকবে। মূল কর্মসূচির আগে ১৮ থেকে ২৩ ফেব্রুয়ারি কনফারেন্স পূর্ববর্তী কোর্স করানো হবে। আমরা এমন সব প্রোগ্রাম আরও বেশি বেশি করতে চাই। এর মাধ্যমে আমরা নলেজ ট্রান্সফার (জ্ঞান বিনিময়) করতে চাই। বাংলাদেশ ও বিদেশের চিকিৎসকদের মধ্যে এই জ্ঞানের আদান-প্রদান করে দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করাই আমাদের অন্যতম লক্ষ্য।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সামিটে রয়েল কলেজ অব অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজিস্ট প্রেসিডেন্ট ডা. রানী ঠাকুর, রয়েল কলেজ অব ফিজিশিয়ান প্রেসিডেন্ট ডা. সারাহ ক্লার্ক, রয়েল কলেজ অব সার্জনস প্রেসিডেন্ট রোয়ান পার্কস, রানী এলিজাবেথ হাসপাতালের সহকারী মেডিকেল ডিরেক্টর এবং কার্ডিওভাসকুলার সায়েন্স বিভাগের প্রফেসর ডা. টিমোথি গ্রাহাম, বার্টস ক্যানসার ইনস্টিটিউটের প্রফেসর ড. পিটার স্কমিড, যুক্তরায্যের এস টি বার্থোলোমিউস হাসপাতালের উপ-মেডিকেল ডিরেক্টর এবং ক্যানসার বিশেষজ্ঞ প্রফেসর রোয়ান পার্কসহ বিশ্বের আরও খ্যাতিমান চিকিৎসকরা অংশ নেবেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test