E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবোলা প্রতিরোধকের সফল পরীক্ষা

২০১৪ নভেম্বর ২৭ ১১:৫৭:২৫
ইবোলা প্রতিরোধকের সফল পরীক্ষা

আর্ন্তজাতিক ডেস্ক: ইবোলা প্রতিরোধক একটি টিকার মানবদেহে সফল পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে গবেষকরা।

আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের গবেষকরা এই পরীক্ষাটি করেছেন।
তারা জানান, তাদের গবেষণাগারে ২০ জন মানবদেহের ওপর এই টিকার পরীক্ষা বা ট্রায়ালে অংশ নেয়।

তাদের শরীরে টিকাটি দেবার পর ইবোলা ভাইরাস সনাক্ত করতে পেরেছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। টিকাটি ব্যাবহারে আপাতত অন্য কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয়নি।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকায় ইবোলার ভয়াবহ মহামারি দেখা দেবার পর ইবোলার একটি প্রতিষেধক তৈরিতে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছিল। সেটিকে অন্তত ২০১৫ এর মধ্যে সফল পরীক্ষার পর বাজারে নিয়ে আশা যায় কি না তা নিয়ে জোরের সঙ্গে কাজ চলছিল।

গবেষকরা বলছেন, “যদি আরো পরীক্ষায় আবারো একই ধরনের সফলতা দেখা যায় তাহলে এই টিকা জানুয়ারির মধ্যে পশ্চিম আফ্রিকায় ইবোলা রোগীদের সেবা দানকারী কয়েক হাজার স্বাস্থ্য কর্মীদের দেয়া হবে।”

২০১৫র মাঝামাঝি এই টিকা বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসার চেষ্টা করা হবে বলেও জানা যায়। আরো পরীক্ষায় টিকাটি যদি পুরো সফল হয় তাহলে এটির লাইসেন্স নেবার বিষয় আসবে । এটি বাণিজ্যিকভাবে উৎপাদনের ক্ষমতা তৈরি করার বিষয়টিও রয়েছে।

এর কথা উল্লেখ করে ঔষধ কোম্পানি গ্লাক্সো স্মিথ অ্যান্ড ক্লাইন এর প্রধান নির্বাহী স্যর অ্যান্ড্রু উইটি বলেন, “আমি মনে করি এটি একটি খুবই উৎসাহ ব্যঞ্জক প্রাথমিক ইংগিত। এটিকে অবশ্যই একটি আশার আলো বলতে হবে।” সূত্র---বিবিসি

(এমএম/এসসি/নভেম্বর২৭,২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test