E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় বিনামূল্যে ছানি রোগীর অপারেশন ক্যাম্পের উদ্বোধন

২০১৪ ডিসেম্বর ১১ ১৭:২৬:৪৬
পাংশায় বিনামূল্যে ছানি রোগীর অপারেশন ক্যাম্পের উদ্বোধন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : পাংশা মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বুধবার ১০ ডিসেম্বর দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, রোটারী ক্লাব অব পাংশা-রাজবাড়ী, জেলা চক্ষুসেবা-ছানি অপারেশন প্রকল্প ও আল-দ্বীন হাসপাতালের যৌথ উদ্যোগে ৩দিন ব্যাপী বিনা মূল্যে ছানি রোগী অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র মহাসচিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিষ্ট্রী বিভাগের চেয়ারম্যান, বেসিক সায়েন্স অনুষদের ডীন ও পাংশা মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব ও মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিশ্বের মাঝে এ দেশকে এ জাতিকে বীরের জাতি হিসেবে পরিচিতি এনে দিয়েছেন বঙ্গবন্ধু। দেশের একজন নাগরিক হিসেবে মানুষের কল্যাণে কিছু করা আমার দায়িত্ব ও কর্তব্য।

পাংশার কৃতি সন্তান অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান আরো বলেন, বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্পের কার্যক্রম অব্যাহত রাখা হবে। পাশাপাশি মহিলাদের জরায়ু সমস্যা ও হৃদরোগের চিকিৎসাসেবা প্রদান করা হবে। তিনি বলেন, সীমিত সামর্থ্যরে মধ্য দিয়ে শিক্ষা স্বাস্থ্যসেবাসহ এলাকার সার্বিক উন্নয়নে সকলের হাতে হাত মিলিয়ে কাজ করতে চাই। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. জালাল আহমেদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ, ডা. আব্দুল জলিল, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল ওয়াহাব, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবী আব্দুল আল মাসুদ বিশ্বাস, রোটারী ক্লাবের প্রেসিডেন্ট উত্তম কুমার কুন্ডু ও পাংশা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলু প্রমুখ বক্তব্য রাখেন।

বিশিষ্ট সমাজসেবী আব্দুল আল মাসুদ বিশ্বাস বিনামূল্যে ছানি রোগী অপারেশন ক্যাম্পের কার্যক্রম রাজবাড়ী জেলা ব্যাপী সম্প্রসারণের দাবী জানান। রোটারী ক্লাবের প্রেসিডেন্ট উত্তম কুমার কুন্ডু বলেন, আর্তমানবতার সেবায় রোটারী ক্লাব কাজ করছে। বিনা মূল্যে ছানি অপারেশন কার্যক্রম জেলাব্যাপী সম্প্রসারণে সার্বিক সহযোগীতার আশ্বাস ব্যক্ত করেন তিনি।

জানা গেছে, অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে পৌছে উপস্থিত সুধীবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রম পরিদর্শন কালে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এর আগে কলেজের শিক্ষার্থীরা তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মাহবুবুল হক, প্রবীন রাজনীতিক খান আব্দুল হাই, অধ্যাপক দীলিপ কুমার নন্দী, অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান, ডা. মোস্তাফিজুর রহমান রঞ্জু, ডা. মনছুর খান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খোন্দকার সফিকুল ইসলাম, পাংশা শিল্প ও বনিক সমিতির সভাপতি নিখিল কুমার দত্ত, সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানীয়েল সীপার, রোটারী ক্লাব অব পাংশার সাধারণ সম্পাদক ডিনা খোন্দকার, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চাঁদ আলী খান, উপজেলা যুব লীগের সভাপতি দীবালোক কুন্ডু জীবন, রোটারীয়ান মো. মনজুর কাদের মাসুদ, বিশিষ্ট সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দীন, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক কে.এম মুত্তালিব হাসান, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন, নাট্যালোকের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পৌর সভার প্যানেল মেয়র ওদুদ সরদার ও রাশিদা ইয়াসমীন, পৌর কাউন্সিলর গোবিন্দ চন্দ্র কুন্ডুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত উপজেলা ভাইস চেয়ারম্যোন ও রাজবাড়ী জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

প্রায় দুই হাজার চক্ষু রোগীর বিনা মূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। বুধবার প্রথম দিনে ২৮৪ জনের ছানি অপারেশেন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন মো. রোকনুজ্জামান, আসাদুর রহমান মাসুদ ও এমএ জিন্নাহ।

(এমএইচ/এএস/ডিসেম্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test