E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রায়পুরে ডায়রিয়া ও ঠাণ্ডাজনিত রোগে দেড় শতাধিক আক্রান্ত

২০১৪ ডিসেম্বর ২০ ১৩:৫১:০৫
রায়পুরে ডায়রিয়া ও ঠাণ্ডাজনিত রোগে দেড় শতাধিক আক্রান্ত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রায়পুরে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ১০ দিনে দেড় শতাধিক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে শিশু রোগীদের চাপ বেড়ে যাওয়ায় তাদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। ভাইরাসজনিত ও তীব্রশীতে শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ অবস্থায় শিশুদের নিয়ে আতংকিত হয়ে পড়েছেন অভিভাবকরা।

জানা গেছে, চলতি মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব শাখায় ৪৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর সদর হাসপাতাল, রায়পুর ও জেলা শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে শতাধিক রোগী ভর্তি হয়েছে বলে জানা গেছে।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের উপচেপড়া ভিড়। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কেরোয়া গ্রামের মেজবা (৪ মাস), নাহিদ (১১), চরবংশী গ্রামের ফাতেমা (২৫ মাস), সোনাপুর গ্রামের প্রীতি (২৩ মাস), নয়ন (৪), চরপাতা গ্রামের বাসন্তী রানী (৫), রাখালিয়া গ্রামের সাজু (১৫ মাস), ফাতেমা (৮ মাস), রানী (৮ বছর), উদমারা গ্রামের ফাতেমা (১৫ বছর), সুমি (১ বছর) মহাদেবপুর গ্রামের কোহিনুর বেগম (৪৫), মধুপুর গ্রামের আবির (১), বামনী গ্রামের মোক্তার (৭ মাস), সাগরদী গ্রামের মো. জিহাদ (২), কাঞ্চনপুরের মুন্নি (১৬ মাস), ও চররুহিতা গ্রামের সুমাইয়া (১) ভর্তি হয়েছে।

(পিকেআর/এএস/ডিসেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test