E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় নিউমোনিয়া সুরক্ষায় টিকা কার্যক্রম উদ্বোধন

২০১৫ মার্চ ২২ ১৫:১২:০৩
আগৈলঝাড়ায় নিউমোনিয়া সুরক্ষায় টিকা কার্যক্রম উদ্বোধন

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ইপিআই কার্যক্রমের আওতায় শিশুদের নিউমোনিয়া রোগ থেকে সুরক্ষা করতে পিভিসি টিকা সংযোজনের অবহিতকরণ ও উদ্বোধনী সভা রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হল রুমে ইউএইচএফপিও ডা. সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. সেলিম মিয়া জানান, ১৯৯৫ সাল থেকে সরকার জাতীয় টিকা দিবস পালন করে আসছে। ২০১৩ সাল পর্যন্ত ২১ বার জাতীয় টিকা দিবস পালন করেছে। ২০০৬ সালের পর থেকে চলতি বছর পর্যন্ত দেশে কোন পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়নি। চলতি বছর থেকে ওপিভি ডোজের সাথে এক ডোজ আইভিপি টিকা নিয়মিত টিকাদান কার্যক্রমে সংযোজন করার সিন্ধান্ত গ্রহণ করেছে সরকার। পিভিসি টিকা শিশুদের নিউমোনিয়া রোগ থেকে সুরক্ষা করবে। এ টিকা খুবেই নিরাপদ এবং কার্যকরী বলে অবহিত সভায় জানানো হয়। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মেডিকেল অফিসারসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

(টিবি/পিবি/মার্চ ২২,২০১৫)




পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test