E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় উপজেলা পর্যায়ের বৈকালী চিকিৎসা সেবার উদ্বোধন

২০১৫ মার্চ ২৫ ১৮:১৫:৩৯
মান্দায় উপজেলা পর্যায়ের বৈকালী চিকিৎসা সেবার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : দেশে এই প্রথম উপজেলা পর্যায়ে নওগাঁর মান্দায় শুরু হয়েছে বৈকালী চিকিৎসা সেবা। বুধবার দুপুরে জেলার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন, বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। স্থানীয় স্বাস্থ্য বিভাগ কর্তৃক ব্যতিক্রমী এই উদ্যোগ নেয়ায় এলাকার সাধারন মানুষের মাঝে ব্যাপক আশার আলো সৃষ্টি হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হেদায়েতুল ইসলাম। জেলা সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুলের সভাপতিত্বে সুধী সমাবেশে নওগাঁ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ড. কস্তুরি আমিনা কুইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আতিকুর রহমান খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ফ ম আছফানুল আরেফিন, আবাসিক চিকিৎসক ডা. মনোরঞ্জন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিষ্ণুপদ সরকার কার্তিক, উপজেলা বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শ্যামলেন্দু দাস, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম, ফার্মেসি ব্যবসায়ি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন।

সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন জানান, উপজেলাবাসির স্বাস্থ্যসেবার গুনগতমান বৃদ্ধি করতে এ ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে। এ অঞ্চলের মানুষ দিনের প্রথমভাগে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। এজন্য অনেকেই বহির্বিভাগে সকালে চিকিৎসাসেবা নিতে পারেন না। তাদের কথা ভেবেই এই স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেলে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ ঘন্টা বহির্বিভাগ চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, ছুটির দিন ব্যতিত প্রতিদিন বহিবির্ভাগে সেবা নিতে পারবেন উপজেলাবাসি। প্রতিদিন এ সিফটে দুইজন চিকিৎসক নিয়োজিত থাকবেন বলেও তিনি জানান। প্রয়োজনে চিকিৎসকের সংখ্যা আরো বাড়ানো হবে। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যপরিচালক ডা. হেদায়েতুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের পরে দেশে এই প্রথম উপজেলা পর্যায়ে মান্দায় বিকেল সিফটে চিকিৎসাসেবা চালু করা হলো। পর্যায়ক্রমে জেলার অপর ১০ টি উপজেলাসহ রাজশাহী বিভাগের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম চালু করা হবে।

(বিএম/এএস/মার্চ ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test