E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে কমিউনিটি ক্লিনিক পরিচালনারীদের শিশুমৃত্যু রোধের অঙ্গীকার 

২০১৫ মে ০৫ ১৯:০৬:৫৭
শেরপুরে কমিউনিটি ক্লিনিক পরিচালনারীদের শিশুমৃত্যু রোধের অঙ্গীকার 

শেরপুর প্রতিনিধি : ‘দেশে পাঁচ বছরের কম বয়সী শতকরা ৬০ ভাগ শিশুর মৃত্যু হয় জন্মের প্রথম মাসে। আর শতকরা ২৬ ভাগ শিশু মারা যায় অপুষ্টির কারণে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে কর্মসূচী বাস্তবায়নে গত ১৫ বছরে ৫ বছরের নীচের শিশুমৃত্যুহার অনেকটাই কমে এসেছে।

দেশে প্রতিরোধযোগ্য শিশুমৃত্যু নিমূল করতে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্ঠি খাতে আরও বেশি বাজেট বরাদ্দ বাড়াতে হবে। গ্রাম এলাকায় অধিক সংখ্যায় প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী নিয়োগ, পুষ্টি কার্যক্রম সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবা খাতে সরকার ও জনগনের মধ্যে অংশীদারিত্ব জোরদার করতে হবে। ‘গ্লোবাল উইক অব অ্যাকশন সপ্তাহ’ শেরপুরের শ্রীবরদীতে স্বাস্থ্য কর্মকর্তা ও কমিউনিটি ক্লিনিক পরিচালনাকারীদের নিয়ে এক মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন একথা বলেন।

‘কিছুতেই থামব না, একসাথে পরিবর্তন আনা সম্ভব’ শ্লোগানে ৫ মে মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন শ্রীবরদী এডিপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে উপস্থিত দুই শতাধিক অংশগ্রহণকরী ৫ বছরের নিচের শিশুমৃত্যুহার রোধে এ বৈশ্বিক প্রচারাভিযানের সাথে দুই হাত তুলে নিজেদের একাত্মতা ও অঙ্গীকার ঘোষণা করেন।

মতবিনিময় সভায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্থা ডা. এফ.এম. কামরুজ্জামান সভাপতিত্ব করেন। এতে বকতব্য রাখেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ‘নবকলি’ পুষ্টি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. বুশরা আমেনা, শেরপুরের সিনিয়র এডিপি ব্যবস্থাপক সজল বৈদ্য, শ্রীবরদী এডিপি ব্যবস্থাপক সেবাস্টিয়ান পিউরিফিকেশন প্রমুখ। পরে ‘গ্লোবাল উইক অব অ্যাকশন সপ্তাহ’ উপলক্ষে এক স্বাক্ষর সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়।

এদিকে, শেরপুরে এ উপলক্ষে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সচেতনতামুলক এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাকীর হোসেন এ সাইকেল ল্যালির উদ্বোধন করেন। এছাড়া শেরপুর এডিপির উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন শেরপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় শেরপুর সদর ও নকলা উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় করা হয়। তাছাড়া শেরপুরের শহরের সকল মন্দির ও গির্জা কমিটির মাধ্যমেও এ বিষয়ে আলোচনা সভা করা হয়।

শ্রীবরদী এডিপি ব্যবস্থাপক সেবাস্টিয়ান পিউরিফিকেশন জানান, গত ৪ মে থেকে শুরু হয়েছে বিশ্বব্যাপী ‘গ্লোবাল উইক অব অ্যাকশন সপ্তাহ’। যা চলবে আগামী ১১ মে পর্যন্ত। ইতোমধ্যে শ্রীবরদী উপজেলায় আড়াই লক্ষ লোকের মাঝে এ বিষয়ক জনসচেতনতামুলক কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।

(এইচবি/এএস/মে ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test