E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চিকিৎসায় ভারতের স্কলারশিপ

২০১৫ জুলাই ২১ ০২:০৯:৪৬
চিকিৎসায় ভারতের স্কলারশিপ

স্টাফ রিপোর্টার : ইনডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আইসিসিআর) আয়ুর্বেদ, ইউনানী ও হোমিও মেডিসিনে আগ্রহী বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে স্কলারশিপের আবেদন আহ্বান করেছে।

আয়ুষ স্কলারশিপ স্কিম-এর আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি’র শিক্ষার্থীদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এ স্কলারশিপ দেয়া হবে। ভারতের জয়পুরে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব আয়ুর্বেদা, বাঙ্গালোরের ন্যাশনাল ইন্সটিটিউট ইউনানী মেডিসিন এবং কোলকাতার ন্যাশনাল ইন্সটিটিউট অব হোমিওপ্যাথিতে অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীদের যথাক্রমে এসব স্কলারশিপ দেয়া হবে। ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

আগ্রহী শিক্ষার্থীদের ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইট www.hcidhaka.gov.in. থেকে আবেদনপ্রত্র সংগ্রহ করে প্রত্যেক প্রার্থীকে ৬ কপি আবেদন পত্র পূরণ করে জমা দিতে হবে। প্রত্যেক প্রার্থীকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ছয় কপি আবেদন পত্র আগামী ২৬ জুলাই, রোববারের মধ্যে ভারতীয় হাইকমিশনের ঢাকা অফিসে জমা দিতে বলা হয়েছে। আবেদন পত্র জমাদানের ঠিকানা এ্যাটাচে (এডুকেশন), এডুকেশন উইং, হাই কমিশন অব ইন্ডিয়া, বাড়ি নং # ২, সড়ক নং # ১৪২, গুলশান # ১, ঢাকা # ১২১২।
আবেদনপত্র জমা দেয়ার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র যাচাইয়ের জন্য কমিশন অফিসে দেখাতে হবে। অফিস চলাকালীন প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবেদন পত্র জমা নেয়া হবে। বিস্তারিত জানতে ৯৮৮৮৭৮৯-৯১ এক্সটেনশন ১৪২/৩১১ এ যোগাযোগ করতে বলা হয়েছে।


(ওএস/এসসি/জুলাই২১,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test