E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেনে নিন থায়রয়েডে সমস্যার ১০টি লক্ষণ

২০১৫ অক্টোবর ১০ ১২:০৩:১১
জেনে নিন থায়রয়েডে সমস্যার ১০টি লক্ষণ

স্বাস্থ্য ডেস্ক :দেহে ব্যথা হওয়া খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এমন ধরনের কিছু ব্যথা রয়েছে যা থায়রয়েড গ্রন্থির সমস্যা নির্দেশ করে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এমন ১০টি ব্যথার কথা যা হাইপোথায়রডিজম ও হাইপারথায়রডিজম সমস্যার কথা জানান দেয়।

১. হাত ও পায়ের পেশিতে চুলকানিসহ ব্যথা অনুভূত হয়। থায়রয়েড গ্রন্থি কাজ কনা করলে এমনটা হয়। এ ছাড়াও হাত ও পায়ের রক্তপ্রবাহী নালী কিছুটা ফুলে উঠতে পারে। এটি হাইপোথায়রডিজমের লক্ষণ হতে পারে।

২. ঘাড়ে ব্যথা হতে পারে। গলা ফুলেও যায় এবং কণ্ঠ কর্কশ হয়ে ওঠে। অনেক সময় গলগণ্ড হয়ে যায়। এ সময় গলা নাড়াচাড়া করতে ব্যাপক সমস্যা হয়। গলা ফুলে গেলে তাকে গলগণ্ড বলে। এ ক্ষেত্রে হাইপোথায়রডিজম ও হাইপারথায়রডিজম উভয় সমস্যার লক্ষণ প্রকাশ পায়।

৩. চুল পড়া, চুলের রং বদলে যাওয়া এবং ত্বকের রং বদলে যাওয়া হাইপোথায়রডিজমের লক্ষণ। চুল ও ত্বক ঘন ঘন পাতলা বা শুষ্ক হয়ে যায়। চুলও পড়তে থাকে।

৪. কোষ্ঠকাঠিন্য, অন্ত্রে সমস্যা, ডায়রিয়া এবং অন্ত্রের যন্ত্রণা এ সমস্যার কথা জানায়। অযথা ডায়রিয়া দেখা দিতে পারে থায়রয়েডের কারণে।

৫. নারীদের ঋতুর সমস্যা এবং গর্ভধারণে সমস্যা ঘটতে পারে থায়রয়েড গ্রন্থি স্বাভাবিক কাজ না করলে। এ সময় খুব যন্ত্রণাদায়ক পিরিয়ড চলতে পারে।

৬. পরিবারের কারো থায়রয়েডে সমস্যা থাকলে একই সমস্যা আপনারও থাকতে পারে।

৭. দেহে উচ্চমাত্রার কোলেস্টরেল থাকতে পারে। থায়রয়েডে সমস্যা হলে কোলেস্টরেল কমানোর চিকিৎসায় কোনো সুফল পাওয়া যায় না।

৮. বিষণ্নতা এবং দুশ্চিন্তা ভর করতে পারে হাইপোথায়রডিজমের কারণে। অধিকাংশ ক্ষেত্রে এই হরমোন গ্রন্থির সমস্যা বিষণ্নতা হয়ে দেখা দেয়।

৯. খাদ্যাভ্যাসের পরিবর্তন ছাড়াই যদি ওজনের হেরফের ঘটে, তবে থায়রয়েডের দিকে নজর দিতে বলেন বিশেষজ্ঞরা।

১০. অনেক সময় কারণ ছাড়াই অবসাদ ভর করে। আবার মনে হতে পারে অক্সিজেনের অভাব হয়েছে। শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়। এমনিতে খুব বেশি ঘুমালে এমন হতে পারে। কিন্তু অকারণে ঘটলে থায়রয়েডে সমস্যা হয়েছে কিনা জেনে নিন। সূত্র : থায়রয়েড

(ওএস/এসসি/অক্টোবর১০,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test