E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ডেঙ্গুকে ভয় না পেয়ে প্রতিরোধ গড়ে তুলুন’

২০১৫ অক্টোবর ১৮ ১৭:৪৭:১২
‘ডেঙ্গুকে ভয় না পেয়ে প্রতিরোধ গড়ে তুলুন’

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু জ্বরে ভয় পাওয়ার কিছু নেই, ভয় না পেয়ে প্রতিরোধ গড়ে তুলতে বলেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ডেঙ্গু জ্বর হলে চিন্তার কিছু নেই। কোনো ধরনের উচ্চমাত্রার ‍অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনেরও প্রয়োজন নেই। শুধু প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলেই চলবে।

রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ‘ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক ৠালি-২০১৫’র উদ্বোধন পূর্ব সমাবেশে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলররা পাড়া, মহল্লায় লিফলেট বিতরণ করবেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তুলবেন।

‘দেশ থেকে ডেঙ্গু সম্পূর্ণভাবে মুক্ত হবে’ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর বিষয়ে মানুষ সচেতন হচ্ছেন। এক সময়ের আতঙ্ক কলেরা, ম্যালেরিয়া দেশ থেকে মুক্ত হয়েছে। ইবোলা ভাইরাসও দেশে আসতে পারেনি।

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাড়ির ভেতর, ছাদ ও আনাচে-কানাচে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্রগুলো ডাস্টবিনে ফেলে দিন। বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। ব্যবহারযোগ্য পাত্রগুলোতে কোনোভাবেই যেনো পানি একনাগাড়ে ৫ দিনের বেশি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, ডেঙ্গুকে ভয় না পেয়ে প্রতিরোধ গড়ে তুলুন। আমরা সবাই সচেতন হলে এ রোগ প্রতিরোধ করা সময়ের ব্যাপার।

ডিএনসিসি মেয়র আনিসুল হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ।

সমাবেশ শেষে ‘ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক ৠালি-২০১৫’র উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। র‌্যালিটি গুলশান ইয়ুথ ক্লাবের সামনে থেকে যাত্রা শুরু হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সামনে এসে শেষে হয়।ন সুলতানা, জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক মাহমুদা আক্তার মীনা প্রমুখ।

(ওএস/এএস/অক্টোবর ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test