E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অনিদ্রা হার্ট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

২০১৪ এপ্রিল ০৬ ১১:১৬:৩৮
অনিদ্রা হার্ট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

ডেস্ক রিপোর্ট, ঢাকা : ইনসমনিয়া অর্থাৎ অনিদ্রা রোগগ্রস্ত ব্যক্তিদের হার্ট স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি৷ নতুন এক গবেষণায় এমনই তথ্য সামনে এল৷ গবেষকেরা প্রায় ২১০০০ ইনসমনিয়া আক্রান্ত রোগী ও ৬৪,০০০ সাধারন রোগীদের হেলথ রেকর্ড নিয়ে গবেষণা করে দেখেন, যারা প্রথম দিক থেকেই অনিদ্রার শিকার তাদের ক্ষেত্রে বৃদ্ধ বয়সে হার্ট স্ট্রোকের প্রবণতা অনেক বেশি৷

গবেষণায় দেখা গেছে হার্ট স্ট্রোকের কারণে যতরোগী হাসপাতালে ভর্তি হন তাদের মধ্যে প্রায় ৫৪ শতাংশই ইনসমনিয়ার শিকার৷ এছাড়াও দেখা গেছে ১৮ থেকে ৩৪ বছর বয়সে যারা ইনসমনিয়ার শিকার হয়েছে তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি আট শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ গবেষক ইয়া-ওয়েন হসু জানিয়ছেন, যারা অল্প বয়স থেকেই সামান্য অনিদ্রার শিকার হয়েছেন তাদের এই ঝুঁকি এড়াতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজন৷

সম্প্রতি এই গবেষণাটি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি জার্নালে প্রকাশিত হয়েছে৷

(ওএস/এইচ/এপ্রিল ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test