E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অপ্রাপ্ত বয়সে গর্ভবতী হলে ফিশ্চুলা রোগের সম্ভাবনা

২০১৪ মে ২৬ ২০:১২:২৮
অপ্রাপ্ত বয়সে গর্ভবতী হলে ফিশ্চুলা রোগের সম্ভাবনা

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, অপ্রাপ্ত বয়সে গর্ভবতী হলে অপুষ্টিসহ প্রসূতির প্রসব বিঘ্নিত করে। এছাড়া তাদের ফিশ্চুলা রোগ দেখা দিতে পারে।

তাদের মে, ‘স্বাস্থ্যের প্রতি অবহেলা, প্রচলিত চিকিৎসার ওপর নির্ভরতা, পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিতে অনীহা ইত্যাদি কারণে গ্রামের নারীরা ফিশ্চুলা রোগে ভোগেন।’

ফিশ্চুলা রোগ ও এর প্রতিরোধ সংক্রান্ত এক আলোচনা সভায় বক্তৃতাকালে তারা এ কথা বলেন।

দ্বিতীয় ইন্টারন্যাশনাল ডে টু এন্ড অবসটেট্রিক ফিশ্চুলা-২০১৪ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এম ইহসান-ই-ইলাহী। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আহাদ আলী।

খাদ্য বিশেষজ্ঞরা বলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সী গর্ভবতী মেয়েরা ২০ থেকে তার উপরের গর্ভবতী নারীদের চেয়ে ৫ গুণ বেশী মৃত্যুবরণ করে।

ডা. আহাদ আলী বলেন, এই গুরুতর স্বাস্থ্য সমস্যার সহজলভ্য চিকিৎসার কথা অনেকেই জানেন না। এ কারণে এটি একটি নিরাময় যোগ্য রোগ হওয়া সত্ত্বেও অনেকেই দীর্ঘদিন এই রোগে ভোগে। তিনি বলেন, দেশের সব হাসপাতালেই এই রোগের সহজ চিকিৎসা হচ্ছে।

(ওএস/এস/মে ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test