E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিভাবে বুঝবেন যে বোন ক্যান্সার হয়েছে

২০১৪ মে ২৭ ১৫:৩২:৫৩
কিভাবে বুঝবেন যে বোন ক্যান্সার হয়েছে

নিউজ ডেস্ক : ম্যালিগন্যান্ট বোন টিউমার থেকেই মূলত হাড়ের ক্যানসার হয়৷ হাড়ের কোষে টিউমার, অস্টিওজেনেটিক দেহকলার মারাত্মক টিউমার, কন্ড্রোমা সারকোমাটোসাম ইত্যাদির কারণেও এটি হয়ে থাকে৷ তবে হাড় ক্যানসারের লক্ষণ ক্ষেত্রে অনুযায়ী ভিন্ন হতে পারে৷

বোন ক্যানসারের কারণ: হাড়ের ক্যানসারের কারণ এখনও সঠিক ভাবে জানা যায়নি৷ হাড়ের দীর্ঘস্থায়ী ক্ষতি ও সংক্রমণের ফলেই ক্যানসার হতে পারে বলে মনে করেন চিকিৎসকেরা৷ এছাড়াও হাড়ের অতিরিক্ত বৃদ্ধি, দীর্ঘস্থায়ী প্রদাহ, জেনেটিক ফ্যাক্টর, ভাইরাস সংক্রমণ, রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া ইত্যাদির কারণেও হাড়ের ক্যানসার হতে পারে৷

হাড় ক্যানসারের লক্ষণ:

হাড় ক্যানসার রোগীদের হাড়ের উপর শক্ত ক্লড তৈরি হতে পারে এবং ব্যথা অনুভূত হতে পারে৷

এই রোগে আক্রান্তদের হাড়ে ফাটল দেখা দিতে পারে৷ এছাড়াও অঙ্গবিকৃতি হতে পারে৷

বোন ক্যানসারের রোগীদের একটানা জ্বর, ওজন হ্রাস, অবসাদহতে পারে৷ এছাড়াও চালিকা শক্তি ও কার্যক্ষম হ্রাস পায়৷

সুস্পস্ট কোন কারণ ছাড়াও ওই রোগে আক্রান্তদের হাড়ে ফাটল দেখা দিতে পারে৷

পায়ে অচেতন অনুভূতি দেখা দিতে পারে৷

হাড় ফুলে যেতে পারে, গাঁটে ব্যথা, রাতে ব্যথা অনুভব ও ঝিমুনি ভাবও এই রোগের একটি লক্ষণ৷

এই ধরনের উপসর্গগুলি উপলক্ষিত হলে রোগীদের অবিলম্বে চিকিৎসকেরা পরামর্শ নেওয়া প্রয়োজন৷

(ওএস/এটিআর/মে ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test