E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিটি ডেন্টাল কলেজের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

২০১৬ জানুয়ারি ০৯ ১৭:৪১:৩০
সিটি ডেন্টাল কলেজের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ক্ষয়প্রাপ্ত বা গর্ত হয়ে যাওয়া দাঁত ফিলিং করার সময় কাটতে গেলে ফিলিং শক্তভাবে এঁটে রাখার প্রয়োজনে দাঁত অনেকখানি কাটতে হয়। অতিরিক্ত কেটে ফেলায় দাঁত পাতলা হয়ে পড়ে।

নতুন এক গবেষণায় দেখা গেছে বিশেষ পদ্ধতিতে দাঁত কাটা এবং ফিলিং করার সময় নতুন উপাদান ব্যবহার করলে কম কেটেই শক্তভাবে ফিলিং বসে যায়।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সিটি ডেন্টাল কলেজ আয়োজিত 'ডেন্টাল এডুকেশন' নিয়ে 'দন্তশৈলীর নন্দন তত্ত্ব’ ও ‘নান্দনিক হাসির নিমিত্ত্বে নকশাতত্ত্ব’ বিষয়ে এক বৈজ্ঞানিক সেমিনারে গবেষণার এ তথ্য তুলে ধরা হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে জাপানের হেলথ সাইন্স ইউনিভার্সিটি অফ হোক্কাইডো এর ডীন অধ্যাপক টাকাশি সাইতো ও বাংলাদেশের দন্ত চিকিৎসক ডা. মোস্তাক এইচ সাত্তার বক্তব্য রাখেন ।

সিটি ডেন্টাল কলেজের প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ডা. এ এস এম বদরুদ্দোজার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপানে পিএইচডিরত দন্ত চিকিৎসক ডা. মো রিয়াসাত হাসান ও ডা. আকাশলীন বদরুদ্দোজা দিঠি।

বৈজ্ঞানিক সেমিনারটি সঞ্চালনা করেন ডা. শুভ খান এবং ডা. সাদিয়া ফাল্গুনি।

এসকে-এফ ফার্মাসিউটিক্যাল কোম্পানির সৌজন্যে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে উপস্থিত ছিলেন সিটি ডেন্টাল কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

>>City Dental College organized a scientific seminar

(এসএস/অ/জানুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test