E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরীক্ষামূলক ওষুধে প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা

২০১৬ জানুয়ারি ১৬ ১২:০৬:৫১
পরীক্ষামূলক ওষুধে প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক :ফ্রান্সে একটি ওষুধের পরীক্ষামূলক ব্যবহার করার পর এর পার্শ্বপ্রতিক্রিয়ায় একজন কোমায় চলে গেছেন এবং পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ঘটনাটিকে নজিরবিহীন বলে বর্ননা করেছেন। এর তদন্ত শুরু করা হয়েছে। বেদনানাশক নতুন এই ওষুধটি তৈরি করেছিল পর্তুগিজের একটি প্রতিষ্ঠান।

রেন শহরে ব্যক্তিমালিকানাধীন একটি গবেষণাগারে ওষুধটি পরীক্ষামূলকভাবে নব্বই জনের ওপর ব্যবহার করা হয়।

এর পার্শ্বপ্রতিক্রিয়ায় একজনের মস্তিস্কের কার্যক্ষমতা পুরোপুরি হারিয়েছে এবং তিনি কোমায় চলে গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আরও পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের প্রতিবন্ধী হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

কিন্তু এই ৫ জনকে নিয়েই চিকিৎসকরা উদ্বিগ্ন। কারণ এই ওষুধের যে পার্শপ্রতিক্রিয়া হয়েছে, তার কোনো প্রতিষেধক নেই বলেই বলা হচ্ছে।

হাসপাতালের চিকিৎসক গিলেস এডেন আশঙ্কা করছেন যে, হাসপাতালে থাকা ৫ জনের মধ্যে অন্তত তিনজন স্থায়ীভাবে হারাতে পারেন তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা।

এই চিকিৎসক বলেছিলেন, হাসপাতালে থাকা ৫ জনের মধ্যে চারজনই নানা মাত্রায় নিওরোলোজিকেল বা স্নায়োবিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। আর তিনজনের অবস্থা এমনই গুরুতর যে, তারা হয়তো প্রতিবন্ধী হয়ে যাবার আশঙ্কা আছে এবং সব ধরণের চেষ্টা বা সর্ব্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার পরও তাদের পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা কম।

তবে ব্যাথানাশক এই ওষুধের মূল উপাদান গাঁজা বলে যে তথ্য বেরিয়েছে, সেটিকে নাকচ করে দিয়েছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রনালয়।
একইসঙ্গে এই ঘটনার সব বিষয় তদন্তের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী মারিসল টোরেইন।

তিনি বলছিলেন, যা ঘটেছে তা নজিরবিহীন এবং এই ঘটনা উন্মোচনের জন্য যে তদন্ত হবে তা সর্বোচ্চ সতর্কতার দাবি রাখে।

পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর রেনে শহরে যাওয়ার কথা রয়েছে। ওষুধটির পরীক্ষা বন্ধ করে দেয়া হয়েছে।

এর মধ্যেই তদন্ত শুরু করেছে প্যারিস প্রসিকিউটর অফিস। এবং তদন্তকারীরা ল্যাবরেটরিটির স্বেচ্ছাসেবকদের ডেকে পাঠিয়েছে।

চিকিৎসকরা বলেছেন, যে কোনো ওষুধের পরীক্ষামূলক ব্যবহারের ক্ষেত্রে তিনটি ধাপ রয়েছে।

এই ওষুধটির পরীক্ষার প্রথম ধাপেই গুরুতর অসুস্থ হওয়ার এই ঘটনা ঘটলো।খবর বিবিসির।



(ওএস/এসজানুয়ারি১৬,২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test