E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'বাংলাদেশে তামাকের ব্যবহার নির্মূল করা হবে'

২০১৬ মে ২৯ ১৭:২০:২০
'বাংলাদেশে তামাকের ব্যবহার নির্মূল করা হবে'

স্টাফ রিপোর্টার :স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষে ২০৪০ সালের আগেই বাংলাদেশে তামাকের ব্যবহার নির্মূল করা হবে।

তিনি বলেন, আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণ নির্মূল অর্থাৎ ৫ শতাংশে নামিয়ে আনা হবে।

নাসিম আজ রোববার দুপুরে সিরডাপ মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার-২০১৬ প্রদান এবং বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) এবং এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) যৌথ ভাবে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে।

বিশিষ্ট সাংবাদিক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় হার্ট ফাউডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. আ আ ম স আরেফিন সিদ্দিক, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডসের কনসালটেন্ট শরিফুল আলম, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, এন্টি টোব্যাকো মিডিয়া এ্যলায়েন্সে আহবায়ক মরতুজা হায়দার লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম বলেন, বর্তমানে তামাকের ব্যবহার মহামারি আকারে দেখা দিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এর প্রকোপ অনেক বেশি। বিশ্বের মোট ১ দশমিক ১ বিলিয়ন সংখ্যা, ৩৪.৮ ভাগ অর্থাৎ এক তৃতীয়াংশ তামাক সেবনকারী আমাদের অঞ্চলেই রয়েছে।

তিনি বলেন, এসডিজি পূরণে বাংলাদেশ অভাবনীয় সাফল্য দেখিয়েছে। আমরা অতি-দারিদ্র্যের হার অর্ধেকে নামিয়ে এনেছি। শহর এবং গ্রামীণ উভয় অঞ্চলেই আমরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন সেবার মত মৌলিক বিষয়ে অধিকতর সুবিধা নিশ্চিত করেছি। তেমনি এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা অগ্রণী ভূমিকা পালন করব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তামাকের উপর বর্তমান শুল্ক-কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক শুল্ক-নীতি গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন যাতে তামাকজাত পণ্যের ক্রয়-ক্ষমতা হ্রাস পায় এবং একইসাথে সরকারের শুল্ক আয় বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে প্রিন্ট, অনলাইন এবং টিভির ৮ জন সাংবাদিককে প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার-২০১৬ প্রদান করা হয়। এদের প্রত্যেককে ৫০ হাজার করে টাকা, একটি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে মোজাম্মেল হোসেন সব ধরনের তামাকের উপর কর বাড়ানোর দাবি জানিয়ে বলেন, তামাক পণ্যে কর বাড়ানো হলে দেশে ধূমপায়ীর সংখ্যা কমে আসার পাশাপাশি সরকারের বাড়তি ৭২০ কোটি টাকা রাজস্ব আয় হবে। একটি মাত্র পণ্য যা তামাকের মূল্য বাড়ালেই মানুষ এবং সরকারের লাভ।



(ওএস/এস/মে২৯,২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test