E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাংলাদেশ ২০৩০ সালের মধ্য এইডস মুক্ত হবে’

২০১৬ ডিসেম্বর ০২ ১০:২৯:৪২
‘বাংলাদেশ ২০৩০ সালের মধ্য এইডস মুক্ত হবে’

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এইডস মুক্ত করা হবে। তিনি বলেন, এইডসের মতো রোগ বাংলাদেশে থাকতে পারে না। যেভাবেই হোক ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এইডস মুক্ত করা হবে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কলাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. ওয়াহিদ হোসেন, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য রাখেন।

ব্যবহৃত সুই, সিরিঞ্জ এমনকি রক্তের মাধ্যমেও এইডস ছড়াতে পারে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, রাজধানীর যত্রতত্র ব্লাড ব্যাংক গড়ে উঠেছে। কিছু মানুষ মুনাফার জন্য এসব ব্লাড ব্যাংকে রক্ত কেনাবেচা করে। রক্তদাতার কাছ থেকে রক্ত নেয়ার সময় তা পরীক্ষা করা হয় না। এ কারণেই এইডসের মত রোগ ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে।

অবৈধ ব্লাড ব্যাংক বন্ধ করে দেয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেভাবে ভুয়া ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ করে দেয়া হয়েছে একইভাবে অবৈধ ব্লাড ব্যাংকও বন্ধ করা হবে। এইডস বিষয়ে জনগণকে সচেতন করতে মসজিদের ইমামদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

এদিকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি র‌্যালি বের করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিএসএমএমইউ’র নবনির্মিত ২নং বহির্বিভাগে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ অংশগ্রহণ করেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test