E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে প্রতি বছর ১ লাখ ২১ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে

২০১৭ মার্চ ০৫ ১৩:৩৯:১২
দেশে প্রতি বছর ১ লাখ ২১ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে

নিউজ ডেস্ক : প্রতি বছর বাংলাদেশে নতুন করে ১ লাখ ২১ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং বছরে মারা যাচ্ছে ৯১ হাজার ক্যান্সার রোগী।

গতকাল রাজধানীতে জাতীয় ক্যান্সার সম্মেলনে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা: মো: হাবিবুল্লাহ তালুকদার রুসকিন এ তথ্য জানান।

অধ্যাপক হাবিবুল্লাহ বলেন, ক্যান্সার চিকিৎসা দেশের প্রতিটি জেলায় হওয়া উচিৎ। একই সাথে ক্যান্সার চিকিৎসার খরচ বহনের জন্য স্বাস্থ্য বীমা থাকা উচিৎ।

তিনি বলেন, ক্যান্সার চিকিৎসা শুধু মাত্র রাজধানীতে হয়। তা আবার ব্যয় বহুল। জনগণের দ্বারপ্রান্তে চিকিৎসা যাওয়া উচিৎ। এখন ক্যান্সার চিহ্নিত করার সহজ পদ্ধতি বের হয়েছে। ক্যান্সার প্রতিরোধে উদ্যোগ গ্রহণ করতে হবে।

বক্তারা বলেন, আগে ভাগে ক্যান্সার ধরা পরলে প্রতিরোধ সহজ হয়। ক্যান্সার প্রতিরোধে ব্যাপক প্রচারণার উপর তারা জোর দেন।

ক্যান্সার সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ভিসি ডা: অধ্যাপক কামরুল হাসান খানসহ চিকিৎসক ও পেশাজীবীগণ সম্মেলনে বক্তব্য রাখেন।

(ওএস/এসপি/মার্চ ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test