E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুর হাসপাতালে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশের দাবিতে বিক্ষোভ সমাবেশ

২০১৭ মার্চ ০৭ ১৭:১৯:৩১
গৌরীপুর হাসপাতালে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশের দাবিতে বিক্ষোভ সমাবেশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাদক ও সন্ত্রাস মুক্ত পরিবেশের দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীগণ।

উল্লেখ্য, সোমবার দুপুরে গৌরীপুর হাসপাতালের অফিস সহায়ক লাকী আক্তারের মাদকাসক্ত স্বামী আলম অপর অফিস সহায়ক মো. গুলজার হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। পরে অভিযোগের প্রেক্ষিতে গৌরীপুর থানার পুলিশ ওই দিনই আলমকে গ্রেফতার করেছে।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. এনামূল কবীর বলেন, হাসপাতালের অফিস সহায়ক লাকী আক্তার ও তার স্বামী আলম হাসপাতালের আবাসিক কোয়ার্টারে বিনা ভাড়ায় বসবাস করে আসছে। লাকীর স্বামীর বিরুদ্ধে অতি সম্প্রতি অভিযোগ ওঠেছে হাসপাতালের কোয়ার্টারে মাদকদ্রব্য সেবন ও অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার। এ কারণে তার বেতন-ভাতা উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছিল। ঘটনার দিন দুপুরে হাসপাতালের অফিস কক্ষে লাকীর বেতন পরিশোধের জন্য অফিস সহায়ক গুলজারের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আলম। একপর্যায়ে গুলজারকে মারধর করে সে।

এ হামলার ঘটনায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে ও হাসপাতালে মাদক-সন্ত্রাস মুক্ত নিরাপদ পরিবেশের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীগণ।

উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. এনামূল কবীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌসী আরা বেগম, নার্সিং সুপারভাইজার মুজিবুর রহমান, অফিস সহায়ক ফয়েজ উদ্দিন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মজিবুর রহমান, উপজেলা ৩য় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি একেএম মাহফূজুল হক, স্বাস্থ্য সহকারি মো. ইলিয়াছ উদ্দিন, তাহমিনা আক্তার, এনামূল হক, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইটর মোস্তাফিজুর রহমান সাগর, জহিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক রফিকুল ইসলাম প্রমুখ।

(এসআইএম/এএস/মার্চ ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test