E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হলুদ-দুধের উপকারিতা

২০১৭ মার্চ ১১ ১৫:৩৬:২০
হলুদ-দুধের উপকারিতা

নিউজ ডেস্ক : হলুদ মশলা হিসেবে আমাদের কাছে পরিচিত। অন্যতম শক্তিশালী ওষুধ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। নানা রোগ প্রতিরোধে এই মশলা অত্যন্ত কার্যকরী।

হলুদের প্রধান সক্রিয় উপদান কারকুমিন, যা খুবই শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি (প্রদাহ-বিরোধী) বিবেচিত। ফলে হলুদ বেশ কিছু প্রদাহ রোধক ওষুধের মতো সম্পূর্ণ কার্যকরী। এছাড়াও হলুদে থাকা অন্যান্য উপাদান রোগ প্রতিরোধে বিভিন্ন ওষুধের মতোই কাজ করে। হলুদ সাধারণভাবেই শরীরের জন্য দরকারী এবং কিডনি ও লিভারের ক্ষতি করে না।

কফ এবং ঠান্ডা, মাথাব্যথা, ঋতুস্রাবের ব্যথা, হেপাটাইটিস ভাইরাস, আরথ্রাইটিস প্রতিরোধ সহ শরীরের রক্ত পরিশোধন ও ভালো ঘুম সহ নানা স্বাস্থ্য উপকারিতায় জনপ্রিয় হচ্ছে, হলুদমিশ্রিত গরম দুধ পান। হলুদ-দুধের এই আয়ুর্বেদিক পানীয় সুস্বাস্থ্যে ভারতে বহুল প্রচলিত।

চলুন জেনে নেওয়া যাক, অত্যন্ত উপকারী এই পানীয় কিভাবে তৈরি করবেন।

উপাদান : ১/২ ইঞ্চি আদা কুচি করে কাটা, ১/২ টেবিল চামচ হলুদের গুঁড়া অথবা ১ ইঞ্চি হলুদ টুকরো, ১ কাপ দুধ, ১ টেবিল চামচ মধু।

প্রণালী : একটি পাত্রে মধু ব্যতীত বাকি উপাদানগুলো প্রায় ২০ মিনিট চুলায় অল্প আঁচে ফুটান। এরপর একটি কাপের মধ্যে ঢেলে ১৫ মিনিট পর তাতে মধু যোগ করুন। ব্যাস, তৈরি হয়ে গেল হলুদ-দুধের স্বাস্থ্যকর পানীয়।

(ওএস/এএস/মার্চ ১১, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test