E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশে মুটিয়ে যাওয়ার হার সবচেয়ে কম

২০১৭ জুন ১৫ ১২:১৮:০০
বাংলাদেশে মুটিয়ে যাওয়ার হার সবচেয়ে কম

নিউজ ডেস্ক : বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মানুষ অতিরিক্ত ওজন ও মুটিয়ে যাওয়ার কারণে নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের ক্ষেত্রে মুটিয়ে যাওয়ার হার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে কম বাংলাদেশ ও ভিয়েতনামে। নতুন এক গবেষণায় এসব তথ্য ওঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের পরিচালক ক্রিস্টোফার মারে এই গবেষণায় কাজ করেছেন। ১৯৮০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ২.২ বিলিয়ন মানুষের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছেন তারা। নগরায়ণ, নিম্নমানের খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের কাজ কমে যাওয়ায় এর হার বেড়েছে বলে গবেষণায় বলা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারত ও চীনের চেয়ে বাংলাদেশে মুটিয়ে যাওয়ার হার কম। বাংলাদেশ ও ভিয়েতনামে এ হার মাত্র ১ শতাংশ।

ড. ক্রিস্টোফার মারে বলেন, যারা ওজন বাড়িয়ে তোলেন পরবর্তীতে তারা হতাশায় ভোগেন। এ ছাড়া হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সারসহ অন্যান্য প্রাণঘাতীর ঝুঁকিতে থাকেন।

গবেষণায় আরও বলা হয়, বিশ্বজুড়ে এ সমস্যায় আক্রান্তদের মধ্যে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরাও রয়েছে। শুধু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হিসাব করতে গেলে মুটিয়ে যাওয়ায় ক্ষেত্রে এগিয়ে মিসর।

(ওএস/এসপি/জুন ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test