E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্মৃতিভ্রংশের লক্ষণ সম্পর্কে জানুন

২০১৭ জুলাই ০৭ ১২:২৯:২৪
স্মৃতিভ্রংশের লক্ষণ সম্পর্কে জানুন

স্বাস্থ্য ডেস্ক : বয়স বৃদ্ধি পাবার পর মানুষের পুরানো দিনের কথা ভুলে যাবার রোগ বাড়তে থাকে। এছাড়াও বিভিন্ন কারণে আমাদের মধ্যে স্মৃতিভ্রংশ দেখা দেয়। যেকোনও বয়সেই এই অসুখ দেখা দিতে পারে। কিন্তু কীভাবে বুঝবেন যে আপনার মধ্যে স্মৃতিভ্রংশ দেখা দিচ্ছে? জেনে নিন লক্ষণগুলি-

১) কোনও কিছু মনে না করতে পারা স্মৃতিভ্রংশের লক্ষণ। খুব কম সময়ের মধ্যেই কোনও কিছু ভুলে গেলে তা আরও প্রকট হতে পারে। খেয়াল রাখবেন, খুব পুরনো কোনও কিছু নয়, এমনকী সকালের নাস্তায় কী খেয়েছেন, তাও যদি মনে করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনি স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত।

২) স্মৃতিভ্রংশের আর একটি লক্ষণ হল, অনেক সময়েই আমরা কোনও একটি শব্দ বা কথা মনে করতে পারি না, কিংবা কোনও কিছু বোঝাতে গিয়ে সঠিক শব্দটি কিছুতেই মনে করতে পারি না। এমন হলে বুঝতে হবে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছে।

৩) হঠাৎ হঠাৎ মুড বদলে যাওয়াও স্মৃতিভ্রংশের অন্যতম লক্ষণ। হঠাৎ যদি কোনও ব্যক্তি হতাশা হয়ে পড়েন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি স্মৃতিভ্রংশে আক্রান্ত।

৪) পছন্দের বিষয়, পছন্দের জিনিস, খেলা, মজায় আগ্রহ হারিয়ে ফেলা, বন্ধু কিংবা পরিবারের লোকেদের সঙ্গে সময় কাটানোয় অনিচ্ছাবোধ করলে বুঝতে হবে সেই ব্যক্তির মধ্যে স্মৃতিভ্রংশ গ্রাস করেছে।

৫) স্মৃতিভ্রংশে আক্রান্ত ব্যক্তি খুব সহজ এবং সাধারণ কাজও শেষ করতে অনেক সময় নেন। যেমন পরিবারের কোনও কাজ কিংবা রুটিন মেনে চলা।

৬) এই রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশিরভাগ সময়েই কনফিউশনে ভোগেন। যেমন, কোনও কিছু মনে করা, কিছু বিচার বিবেচনা করার সময়ে কনফিউশন দেখা দেয়।

৭) স্মৃতিভ্রংশে আক্রান্ত ব্যক্তি একই কাজ বারবার করতে থাকেন। কারণ তাঁর মনেই থাকে না, যে তিনি সেই কাজটি আগেই করে ফেলেছেন।

(ওএস/এসপি/জুলাই ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test