E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুকে ব্যথা মানেই ভয়ের কারণ নেই

২০১৭ আগস্ট ১৬ ১৪:১২:৫১
বুকে ব্যথা মানেই ভয়ের কারণ নেই

স্বাস্থ্য ডেস্ক : বুকে ব্যথা হলে প্রথমে আমাদের ঘিরে ধরে আতঙ্ক। হার্টের সমস্যা ভেবে বসি। কিন্তু বুকে ব্যথা মানেই ভয়ের কারণ নেই। কারণ হার্টের সমস্যা ছাড়াও আরও বিভিন্ন কারণে হতে পারে বুকে ব্যথা।

১। অ্যাসিডিটি- অ্যাসিডিটি থেকে বুকে ব্যথা হয়। পাকস্থলীতে যে অ্যাসিড তৈরি হয়, তা ইসোফেগাস (পাকস্থলীর সঙ্গে গলার সংযোগকারী টিউব) দিয়ে উপরে উঠে এলে বুকে ব্যথা হয়। সাধারণভাবে পাঁজরের নীচে ডানদিক ঘেঁষে এই ব্যথা হয়।

২। পেশীতে টান- ভারী জিনিস তোলার কারণে অনেকসময় পেশীতে টান ধরে। যার জন্যই বুকে ব্যথা হয়।

৩। করোনারি আর্টারি ডিসিজ (CAD)- হার্ট অ্যাটাক নয়, তবে হ্যাঁ উদ্বেগজনক। CAD হচ্ছে হৃদপিণ্ডের ধমনীগুলিতে ব্লকেজ। যার ফলে হৃত্পেশীতে রক্ত ও অক্সিজেন সঞ্চালন বাধা পায়। তখনই বুকে ব্যথা হয়।

৪। পালমোনারি এমবলিজম- ফুসফুসে সমস্যার কারণেও বুকে ব্যথা হয়।

৫। নিউমোনিয়া ও নিউরাইটিস- বুকে ও ফুসফুসে কফ বসে সংক্রমণ হতে পারে। যার ফলে নিঃশ্বাস নেওয়ার সময়, কাশতে গেলে বুকে ব্যথা লাগে।

এই সবগুলোর সঙ্গে হার্ট অ্যাটাকের ব্যথার পার্থক্য আছে। সেক্ষেত্রে ব্যথা হয় চিনচিনে কিন্তু গভীর। সেই ব্যথা বুক থেকে গলা, বাহু এমনকী চোয়ালেও ছড়িয়ে পড়তে পারে।


(ওএস/এসপি/আগস্ট ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test