E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

এআই প্রযুক্তিসম্পন্ন সেলফি এক্সপার্ট ফোন আনছে অপো

২০১৭ অক্টোবর ২৪ ১৫:৫৯:৩২
এআই প্রযুক্তিসম্পন্ন সেলফি এক্সপার্ট ফোন আনছে অপো

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইন্ডাস্ট্রির প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিসম্পন্ন সেলফি এক্সপার্ট ফোন বাংলাদেশের বাজারে নিয়ে আসছে ক্যামেরা ফোন ব্র্যান্ড অপো। এই ফোনটি অপো-এর প্রথম ফুল স্ক্রিন ডিভাইস। এআই প্রযুক্তিসম্পন্ন এই সেলফি এক্সপার্ট স্মার্টফোনটি গ্রাহকদের দেবে পারফেক্ট সেলফি অভিজ্ঞতা, যার মাধ্যমে অপো স্মার্টফোন বাজারে ‘দি সেলফি এক্সপার্ট এন্ড লিডার’ অবস্থাকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশে অপো-এর ক্রমবর্ধমান তরুণ ভক্তদের চাহিদা মেটাইে এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

এই প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে সেলফি ক্যামেরাতে (ফ্রন্ট ক্যামেরা) অপো নিয়ে আসছে এআই প্রযুক্তি। এই স্মার্টফোনটিতে রয়েছে যুগান্তকারী এআই বিউটি প্রযুক্তি যা, সেলফি শটকে আরও অসাধারণ করতে ম্যাসিভ গ্লোবাল ফটো ডাটাবেজ থেকে এআই ব্যবহার করে।

এছাড়াও এই ডিভাইসে থাকছে অপো-এর প্রথম ফুল-স্ক্রিন এফএইচডি+ ডিসপ্লে, যার মাধ্যমে গ্রাহকরা উপভোগ করতে পারবেন প্রাণবন্ত ছবি এবং ফোনের কোনো আকার পরিবর্তন ছাড়াই ভিজ্যুয়াল ইনজয়মেন্ট। এর হাই-রেজ্যুলেশন স্ক্রিন গ্রাহকদের দেবে আরও চমৎকার অভিজ্ঞতা।

এই সেলফি এক্সপার্ট স্মার্টফোনে রয়েছে আগের ফোনগুলোর তুলনায় অধিক আপডেটেড অপারেটিং সিস্টেম, যা নিশ্চিত করবে আরও স্বচ্ছান্দ্য অভিজ্ঞতা। এই ফোনটি নভেম্বর শুরুতে থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

অপোা সম্পর্কে :

অপো হলো গ্রাহকদের জন্য অসাধারণ প্রযুক্তি, নির্ভুল নকশা ও এক্সপার্ট ক্যামেরার অসাধারণ অভিজ্ঞতাসহ ফোন ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ একটি গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড। গত ১০ বছর ধরে, মোবাইল ফটোগ্রাফি প্রযুক্তিতে বিপ্লব আনার লক্ষ্যে ক্যামেরা ফোন তৈরিতে জোর দিয়ে আসছে অপো। অপো সেলফির নতুন একটি অধ্যায়ের সুচনা করেছে এবং অপো-ই সর্বপ্রথম ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সম্বলিত স্মার্টফোন বাজারে এনেছে।

মোটর রোটেটিং ক্যামেরা, আল্ট্রা এইচডি ফিচার এবং ৫এক্স ডুয়েল ক্যামেরা জুম টেকনোলোজি নিয়ে আসার ক্ষেত্রেও অপো-ই প্রথম। নতুন প্রজন্মের পছন্দ মাথায় রেখে, অপো বাংলাদেশে প্রথম ২০১৫ সালে সেলফি এক্সপার্ট এফ সিরিজের সেলফি ক্যামেরা নিয়ে আসে। প্রথম ধাপেই অপো দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে এবং মোবাইল বাজারে অপো নেতৃত্ব দিয়েছে। আইডিসি অনুযায়ী, ২০১৬ তে সারাবিশ্বে ৪ নম্বর স্মার্টফোনের র্যাং ক অর্জন করেছে। বর্তমানে সারাবিশ্বে ১০০ মিলিয়ন তরুণদের অপো দিচ্ছে অসাধারণ স্মার্টফোন ফটোগ্রাফির অভিজ্ঞতা। কপিরাইটর্ ২০১৭ অপো।

(বিএস/এসপি/অক্টোবর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test