E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জানুয়ারিতে ফোর-জি চালুর আশাবাদ তারানা হালিমের

২০১৭ নভেম্বর ২৯ ১৭:০৫:৪৩
জানুয়ারিতে ফোর-জি চালুর আশাবাদ তারানা হালিমের

স্টাফ রিপোর্টার : আগামী জানুয়ারির মধ্যে দেশে চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা ফোর-জি চালুর আশাবাদ ব্যক্ত করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এর আগে বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যে এ সেবা চালু হবে। এখন সেই অবস্থান থেকে সরে এসে নতুন সময়সীমার কথা জানালেন প্রতিমন্ত্রী।

বুধবার সচিবালয়ে ফোর-জি সেবা নিয়ে প্রেস ব্রিফিংয়ে তারানা হালিম এ তথ্য জানান।

ফোর-জি চালুর ক্ষেত্রে অপারেটরদের ২৩টি প্রস্তাবের প্রায় সবগুলো পূরণ করা হয়েছে জানিয়ে তারানা হালিম বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে পরামর্শ করে প্রস্তাবের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি। প্রধানমন্ত্রীর অনুমোদন করা সার-সংক্ষেপ আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা এটি আজকে বিটিআরসিতে (বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন) পাঠিয়ে দেব।’

তিনি আরও বলেন, ‘ফোর-জি চালু করার জন্য আমাদের যে কার্যক্রম, সেটা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। আমরা এতদিন যে কাজগুলো করেছি; সভা করা, মতামত গ্রহণ, গাইডলাইন সংশোধন- এ প্রাথমিক কাজগুলো করেছি। আজকে থেকে দ্বিতীয় ধাপের দিকে অগ্রসর হব।’

তারানা হালিম বলেন, ‘টার্গেট ডিসেম্বরে রেখে আমরা নিজেদের একটু চাপেই রাখতে চাই। তারপরও মনে করছি এটা নতুন বছরে সরকারের উপহার হিসেবে জনগণকে এ সেবাটা দেব। তবে আমাদের সবসময় টার্গেট থাকবে যত দ্রুত সম্ভব...যেহেতু আমাদের কিছু বাধ্যবাধকতা আছে-কনভার্সন ফি জমা দেয়ার ব্যাপার আছে। কত দ্রুত তারা (অপারেটররা) ফি জমা দেন, এগুলো মাথায় রেখে আমরা ডিসেম্বরের মধ্যে কাজটা শুরু করতে চাচ্ছি।’

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘তবে আশা করছি, নতুন বছরের প্রথমে জানুয়ারিতে জনগণের কাছে সেবাটা পৌঁছে দিতে সমর্থ হব।’

(ওএস/এসপি/নভেম্বর ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test