E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রতি সেকেন্ডে গুগলের ১টি স্মার্ট স্পিকার বিক্রি

২০১৮ জানুয়ারি ০৯ ১৯:০৬:১৯
প্রতি সেকেন্ডে গুগলের ১টি স্মার্ট স্পিকার বিক্রি

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ২০১৭ সালে বিপুলসংখ্যক হোম সিরিজের স্মার্ট স্পিকার বিক্রির দাবি করেছে গুগল। গত অক্টোবরে সরবরাহ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭৫ লাখ হোম স্পিকার সরবরাহ করেছে টেক জায়ান্টটি। সে হিসাবে প্রতি সেকেন্ডে একটির বেশি স্মার্ট স্পিকার বিক্রি করেছে গুগল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদন এমনটাই জানিয়েছে।

বলা হয়, গুগলের স্মার্ট স্পিকারের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, যেমন— গুগল হোম, হোম ম্যাক্স ও হোম মিনি। তবে এ ডিভাইসগুলোর মধ্যে গুগল হোম মিনি গ্রাহকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। ছুটির মৌসুমে নির্মাতা প্রতিষ্ঠানটি এর দাম ৪৯ ডলার থেকে কমিয়ে ২৯ ডলার করেছিল। এর ফলে বিক্রি বেড়েছে।

গুগল এক ব্লগ পোস্টে জানায়, ছুটির মৌসুমে গুগল হোমের ব্যবহারও গত বছরের চেয়ে নয় গুণ বেড়েছে। গুগল হোমের সাহায্যে গান শোনা, প্রশ্ন করা কিংবা অন্য স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যায়।

জানা গেছে, গত ১৯ অক্টোবরে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় হোম মিনি। হোম মিনির আয় থেকে গুগলের কোনো লাভ হয় না। ডিভাইসটির দামের মধ্যে প্রচারণা, বিতরণ ও ডেভেলপমেন্টের কোনো খরচ যোগ করা হয়নি। গুগল হোম মিনি নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এ কারণে আপাতত লাভের কথা ভাবছে না গুগল।

আজ লাস ভেগাসে চার দিনব্যাপী কনজিউমার ইলেকট্রনিকস শোর (সিইএস) বার্ষিক অনুষ্ঠান শুরু হচ্ছে। এর আগেই গুগল স্মার্ট স্পিকারের বিক্রির তথ্য প্রকাশ করে।

(ওএস/এসপি/জানুয়ারি ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test