E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বের সবচেয়ে ছোট ‘ফ্ল্যাশ ড্রাইভ’

২০১৮ জানুয়ারি ১৬ ১৬:২৫:৫০
বিশ্বের সবচেয়ে ছোট ‘ফ্ল্যাশ ড্রাইভ’

তথ্রপৃযুক্তি ডেস্ক : কনজিউমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) প্রতিবারের মতো এবারো সর্বশেষ প্রযুক্তিপণ্য নিয়ে হাজির হয়েছিল শীর্ষস্থানীয় নির্মাতারা। সিইএস-২০১৮তে ওয়েস্টার্ন ডিজিটাল নিয়ন্ত্রণাধীন স্যানডিস্ক বিশ্বের সবচেয়ে ছোট ১ টেরাবাইট তথ্য ধারণক্ষমতার ইউএসবি টাইপ-সি ফ্ল্যাশ ড্রাইভ উন্মোচন করেছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।

অবশ্য এটিই সর্বোচ্চ তথ্য ধারণক্ষমতার ফ্ল্যাশ ড্রাইভ নয়। বিশ্বের সর্বোচ্চ তথ্য ধারণক্ষমতার ফ্ল্যাশ ড্রাইভের তকমাটি গত বছর বাজারে আসা ২ টেরাবাইটের কিংসটন ডাটাট্রাভেলার আলটিমেট জিটির দখলে। তবে স্যানডিস্ক কিংসটনের ফ্ল্যাশ ড্রাইভের চেয়ে তাদের ফ্ল্যাশ ড্রাইভের আকার ছোট করেছে। ডিভাইসটি পুরোপুরি ইউএসবি-সি সমর্থন করায় কম্পিউটারের পাশাপাশি মোবাইল ডিভাইসে ব্যবহার করা যাবে।

সিইএসের এবারের আসরে বেশ কয়েকটি স্টোরেজ পণ্য উন্মোচন করেছে স্যানডিস্ক। এগুলো হলো ২৫৬ গিগাবাইট আল্ট্রা ফিট ইউএসবি ৩.১ ফ্ল্যাশ ড্রাইভ, দুটি পোর্টেবল এসএসডি। স্যানডিস্ক সবচেয়ে ছোট ১ টেরাবাইট তথ্য ধারণক্ষমতার ফ্ল্যাশ ড্রাইভের দাম ও বাজারে আসার তারিখ সম্পর্কে কিছু জানায়নি।

(ওএস/এসপি/জানুয়ারি ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test