E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকা ক্লাবে ফোর-জি নিলাম

২০১৮ ফেব্রুয়ারি ১৩ ১৪:৫৪:৫৮
ঢাকা ক্লাবে ফোর-জি নিলাম

স্টাফ রিপোর্টার : দেশে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক (ফোর-জি) বিস্তৃত করার জন্য তরঙ্গের নিলাম শুরু হয়েছে। নিলামে অংশ নিচ্ছে গ্রামীণফোন ও বাংলালিংক। মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবে এ নিলাম অনুষ্ঠান শুরু হয়েছে।

নিলামে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ও বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ নিলামে অংশ নেয়া অপারেটর দুইটির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। নিলাম শেষে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন শাহজাহান মাহমুদ।

এছাড়া নিলাম পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। মঙ্গলবার দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, সব প্রক্রিয়া শেষে আগামী ২০ ফেব্রুয়ারি চার অপারেটরকে ফোর-জির লাইসেন্স দেওয়া হবে। বিটিআরসি ওইদিন গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটককে বহুল প্রতিক্ষীত এ চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবার লাইসেন্স হস্তান্তর করবে।

ফোর-জি নীতিমালা অনুসারে ১৮ মাসের মধ্যে সবগুলো জেলা শহরে নতুন প্রজন্মের এ সেবা চালু করতে হবে। এছাড়া ৩৬ মাসের মধ্যে উপজেলা পর্যায়ে এ সেবা দিতে হবে। তবে শুরুর দিকে শুধু বড় শহরেই এ সেবা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশে বর্তমানে চলছে থ্রি-জি সেবা। ২০০৯ সালে থেকে নরওয়ে ও সুইডেনে এ সেবা প্রদান শুরু হয়। দক্ষিণ-পূর্ব এশিয়াসহ প্রায় সব উন্নয়নশীল দেশেই ফোর-জি সেবা চালু রয়েছে। এবার বাংলাদেশেও চালু হচ্ছে ফোর-জি সেবা।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test