E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফোরজি সুবিধা পাবেন না আইফোন ব্যবহারকারীরা

২০১৮ ফেব্রুয়ারি ১৭ ১৭:৫৩:২১
ফোরজি সুবিধা পাবেন না আইফোন ব্যবহারকারীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের চালু হতে যাওয়া চতুর্থ প্রজন্মের (ফোরজি) মোবাইল ফোন সেবা শুরুতে পাচ্ছেন না আইফোন ব্যবহারকারীরা। এ জন্য তাদের কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।

নাম প্রকাশ না করা শর্তে মোবাইল ফোন সেবা প্রদানকারী কোম্পানির একজন উধ্বর্তন কর্মকর্তা বলেন, ফোন সেটগুলোর সঙ্গে ফোরজি প্রযুক্তির সমন্বয়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিষয়টি সুরাহা করতে ফোনগুলোর কান্ট্রি লক খুলতে হবে।

আগামী সোমবার দেশে আনুষ্ঠানিকভাবে ৪জি মোবাইল ফোন সেবা চালুর কথা রয়েছে। মোবাইল ফোন সেবা প্রদানকারী শীর্ষ কোম্পানিগুলো জানিয়েছে, দেশে ১৫ লাখ আইফোন ব্যবহারকারী রয়েছে। তারা দেখতে পেয়েছেন অ্যাপল কোম্পানির হ্যান্ডসেটগুলোতে বাংলাদেশের কান্ট্রি কোড ‘+৮৮০’ লক করা।

এ বিষয়ে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনকে (বিটিআরসি) অবহিত করা হয়েছে বলে তারা জানিয়েছেন। আগামী দুই এক দিনের মধ্যে বিষয়টি সমাধান করা হবে জানিয়েছে বিটিআরসি।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test