E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হোয়াটসঅ্যাপের অজানা ফিচার

২০১৮ মার্চ ২৯ ১৬:৫১:৫৯
হোয়াটসঅ্যাপের অজানা ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মেসেজ অ্যাপেগুলোর মধ্য হোয়াটসঅ্যাপ এখন শীর্ষে। তবে এর অনেক ফিচার এখনও আমাদের কাছে অজানা। মেসেজ পাঠানো, ফোন করা, ছবি ও মিডিয়া ফাইল পাঠানোর বিষয়গুলো ছাড়াও এতে আরও অনেক ফিচার আছে।

পিন আইকন

জরুরি কোনো চ্যাট হিস্ট্রি বা পছন্দের কোনো মানুষের কনটাক্ট নম্বর সবার ওপরে দেখতে চাইলে ব্যবহার করতে পারেন পিন আইকন ফিচারটি। হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে চ্যাট লিস্টের ডান পাশে এ আইকন দেখা যাবে।

লাস্ট সিন

আপনি শেষবার কখন হোয়াটসঅ্যাপে ঢুকেছিলেন তা যদি অন্যদেরকে জানাতে না চান, তাহলে ‘লাস্ট সিন’ অপশনটি বন্ধ রাখুন। এটি বন্ধ করতে সেটিংসে গিয়ে সিলেক্ট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর ক্লিক অন প্রাইভেসিতে ক্লিক করে চুজ লাস্ট সিনে ক্লিক করে পছন্দের অপশনটি সিলেক্ট করুন।

ফরম্যাট টেক্সট

আমরা অনেকেই ফিচারটি সম্পর্কে জানি কিন্তু এটি হয়তো কখনই ব্যবহার করা হয়ে ওঠেনি। (*) এ চিহ্ন ব্যবহার করে হোয়াটসঅ্যাপে লেখা বোল্ড করা যায়। আর লেখাগুলো ইটালিক করতে চাইলে (_) চিহ্ন ব্যবহার করতে হবে।

জিআইএফএস

চ্যাট অপশনে গিয়ে যাকে জিআইএফএসটি পাঠাতে চান তার কনটাক্ট লিস্টে যেতে হবে। যে ভিডিও থেকে জিআইএফএসটি বানাতে চান সেটি সিলেক্ট করতে হবে। অ্যাটাচ আইকনের পর সিলেক্ট গ্যালারিতে গিয়ে গো টু দ্য ভিডিও অপশনে ক্লিক করতে হবে। এরপর ভিডিওটি হোয়াটসঅ্যাপের এডিটিং সেকশনে ওপেন হলে ভিডিওটির দৈর্ঘ্য কমিয়ে জিআইএফএস বানানো যাবে।

তবে নিজের ফোনে থাকা ভিডিওগুলো বাদে অন্য কোনো ভিডিও দিয়ে জিআইএফএস তৈরি করার সুযোগ নেই।

শর্টকাট

এ অ্যাপে যাদের সঙ্গে বেশিরভাগ সময় চ্যাট করা হয় তাদের সঙ্গে সরাসরি ফোনের হোম স্ক্রিন থেকে চ্যাট করতে সিলেক্ট করতে হবে কনভার্সেশন শর্টকাট। চ্যাট অপশনে গিয়ে পেইজটির ডানদিকে থাকা তিনটি ডটে ক্লিক করলেই অ্যাড চ্যাট শর্টকাটের অপশনটি চলে আসবে।

(ওএস/এসপি/মার্চ ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test