E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেভেনের বিনামূল্যের সেবা বন্ধ!

২০১৪ জুলাই ১০ ০৫:৫৩:১৪
সেভেনের বিনামূল্যের সেবা বন্ধ!

এক্সপি-ভিস্তার দলে খুব শিগগির নাম লেখাতে যাচ্ছে মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম (ওএস) উইন্ডোজ সেভেন। বুধবার এক খবরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামি বছরের ১৩ জানুয়ারি থেকে এই অপারেটিং সিস্টেমের সব ধরনের বিনামূল্যে সেবা বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট।

টেক জায়ান্টটি জানিয়েছে, উইন্ডোজ সেভেনের এর সব সংস্করণের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তবে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত এ সেবা পাওয়া যাবে। পরিকল্পনামত ওই সময়ের পরে এক্সপি মতো সেভেনের সব ধরনের আপডেট বন্ধ করে দিবে মাইক্রোসফট।

মাইক্রোসফটের জানিয়েছে, বর্তমানে প্রচলিত উইন্ডোজের ৮.১ সংস্করণে অনেক জটিলতা এড়িয়ে পিসি সচল রাখা যায়। তাই এই ওএস ব্যবহার উৎসাহিত করতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

তবে টেক বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসা সম্প্রসারণেরচিন্তা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।উইন্ডোজ এইটসমর্থিত সফটওয়্যার বাজারে ছেড়ে ইতোমধ্যেই এর তোড়জোড় শুরু করেছে প্রতিষ্ঠানটি।

তাই এখন গ্রাহকদের বাধ্য করতে উইন্ডোজ সেভেনের সেবা বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ এপ্রিল থেকে ওএস এক্সপির সব ধরনের আপডেট সেবা বন্ধ করে দেয় মাইক্রোসফট। আগামি ২০১৭ সালের ১১ এপ্রিল থেকে ভিস্তারও সব ধরনের আপডেট সেবা বন্ধ হয়ে যাওয়ার কথা রয়েছে।

(ওএস/এস/জুলাই ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test