E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০ মে উৎক্ষেপনের তফসিলে নেই বঙ্গবন্ধু স্যাটেলাইট! 

২০১৮ মে ০৮ ১৬:৩৩:৫১
১০ মে উৎক্ষেপনের তফসিলে নেই বঙ্গবন্ধু স্যাটেলাইট! 

নিউ ইয়র্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসি কর্তৃক দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আগামী ১০ মে উৎক্ষেপনের জন্য চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হলেও এখন পর্যন্ত স্পেসএক্সের উৎক্ষেপনের তফসিল তালিকায় নেই। যুক্তরাষ্ট্রের সময় ১০ মে বৃহস্পতিবার বিকাল ৪টায় (বাংলাদেশ সময় রাত ২টায়) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের চুড়ান্ত দিনক্ষণ ঘোষনা করা হয়। বাংলা প্রেস।

ফ্লোরিডার অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরালে নাসা’র কেনেডির স্পেস সেন্টারের একটি সুত্র কালের কন্ঠ’কে জানান, ‘স্যাটেলাইট লঞ্চ প্রোভাইডার’ এর কাছে থেকে তারা এখন পর্যন্ত এ বিষয়টি নিশ্চিত হতে পারেননি। কর্তৃপক্ষ আপাতত এ বিষয়ে কোন তথ্য দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

এদিকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স স্যাটেলাইট উৎক্ষেপণের চূড়ান্ত দিনক্ষণ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সময় ১০ মে বিকাল ৪টায় এটি উৎক্ষেপণ করা হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপনের তফসিল তালিকা এখনো হালনাগাদ করা হয়নি। ফলে স্পেসফ্লাইট নাউ এর অনলাইনে এখনো দেখা যাচ্ছে পুরাতন দিনক্ষণ। স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপনের তফসিল তালিকায় কোন তারিখের পরিবর্তে লেখা হয়েছে আরলি মে।

এর আগে গত ৫ মে স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ হতে পারে এ আশঙ্কায় তা পিছিয়ে যায়।

এ ব্যাপারে বিটিআরসি’র চেয়ারম্যান সম্প্রতি বলেছিলেন স্পেসএক্স জানিয়েছে ৫ মে নয়, ৭ মে মহাকাশে স্যাটেলাইট পাঠানো হবে। পরে ৭ মে’র পরিবর্তে যুক্তরাষ্ট্রের সময় ১০ মে বিকাল ৪টায় স্যাটেলাইট পাঠানোর দিনক্ষণ নির্ধারন করা হয়েছে বলে বিটিআরসি’র সুত্র উল্লেখ করেন।

(বিপি/এসপি/মে ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test