E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চীনে বন্ধ হচ্ছে ৪ হাজার ওয়েবসাইট 

২০১৮ সেপ্টেম্বর ২৭ ১৭:২৫:৪২
চীনে বন্ধ হচ্ছে ৪ হাজার ওয়েবসাইট 

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ‘ক্ষতিকর’ কনটেন্ট প্রকাশের অভিযোগে চীনের ৪ হাজার ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে চালানো তিন মাসের ক্যাম্পেইনের আওতায় এসব সাইট বন্ধ করা হয়। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কপিরাইট আইন অমান্য করাসহ অন্যান্য অপরাধে এই সাইটগুলো বন্ধ করা হয়। যেসব সাইট বিনামূল্যে ই-বুক সরবরাহ করছিল তাদেরকেও শাস্তির আওতায় আনা হয়েছে।

চীন খুব দৃঢ়ভাবে ইন্টারনেটে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে। এর আগেও দেশটিতে সাইট বন্ধের ঘটনা ঘটেছে। তখন লটারি অ্যাপ, পর্নোগ্রাফি সাইট এবং যেসব সাইট ধ্বংসাত্মক কার্যকলাপ শেয়ার করে সেগুলো বন্ধ করা হয়।

চীনে ওয়েবসাইট বন্ধ করা প্রসঙ্গে বিবিসির বিশ্লেষক কেরি অ্যালেন বলেন, এ ধরনের অভিযান নতুন কিছু নয়। তারা এতে অভ্যস্ত হয়ে গেছে। চীনারা মনে করে, এমন কোনও সাইট বন্ধ হবে না যেগুলোতে তারা নিয়মিত প্রবেশ করে কিংবা যেগুলোর ওপর তারা নির্ভরশীল।

সাইট বন্ধ করা সম্পর্কে কখনও কোনও মন্তব্য করেনি গুগল। যদিও অনেকেই প্রতিষ্ঠানটিকে অনুরোধ করে এই কাজের বিরুদ্ধে কথা বলতে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test