E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজই চাকরি হারাচ্ছেন মাইক্রোসফটের ৬০০০ কর্মী

২০১৪ জুলাই ১৭ ১৬:০১:৪৭
আজই চাকরি হারাচ্ছেন মাইক্রোসফটের ৬০০০ কর্মী

নিউজ ডেস্ক : সিদ্ধান্তটা নেওয়া ছিল আগেই। বাকি ছিল শুধু ঘোষণা। বৃহস্পতিবার ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের বিষয়ে মাইক্রোসফটের সেই ঘোষণাটি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ভারতের সত্য নাদেলার নিয়োগের ৫ মাসের মাথায় এ ঘোষণা আসছে। সম্প্রতি মাইক্রোসফটের সঙ্গে একীভূত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার কর্মীরাই বেশি ছাঁটাইয়ের শিকার হবেন।

এটিই হবে সফটওয়্যার জগতের খ্যাতনামা প্রতিষ্ঠানটির ৩৯ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা।

এর আগে ২০০৯ সালে বৈশ্বিক মন্দার কারণে মাইক্রোসফটের তৎকালীন সিইও স্টিভ বালমার প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা ৬ শতাংশ কমিয়ে আনেন। সেই দফায় চাকরি হারায় ৫ হাজার ৮০০ কর্মী।

চলতি বছরের এপ্রিলে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া কেনার সময়ই ছাঁটাইয়ের ইঙ্গিত দেয় মাইক্রোসফট। ৭২০ কোটি ডলারে নকিয়া কিনে নেয় প্রতিষ্ঠানটি। এর দেড় বছরের মাথায় ৬০ কোটি ডলার খরচ কমানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক এই টেক জায়ান্ট।

(ওএস/এটিআর/জুলাই ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test