E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

নতুন স্মার্টফোন নিয়ে এলো এইচটিসি  

২০১৮ অক্টোবর ২৮ ১৮:১০:৫৯
নতুন স্মার্টফোন নিয়ে এলো এইচটিসি  

তথ্যপ্রযুক্তি ডেস্ক : তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি মঙ্গলবার তাদের ব্লকচেইন ফোকাস স্মার্টফোন এক্সোডাস ১ উন্মুক্ত করেছে।

এইচটিসি জানিয়েছে, তারা নতুন এই ফোনে কাজ করার জন্য জিয়ন নামে নিজেদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট উন্নয়ন করেছে। ফোনটি খুবই নিরাপদ এবং নিরাপত্তার জন্য এই ফোনের চিপ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে আলাদা রাখা হয়েছে।

ক্রিপ্টোকারেন্সি নিরাপদ রাখতে সফট ব্যাংক আর্ম হোল্ডিংসের তৈরি করা প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এক্সোডাস ১ স্মার্টফোনে। এইচটিসির ডিসেন্ট্রালাইজ প্রধান কর্মকর্তা সিএনবিসিকে জানান, এই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি মাইক্রো ওএস চলবে।

এই ফোনে আরও আছে ৬ ইঞ্চি কোয়াড এইচডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। আর ছবি তোলার জন্য আছে ১৬ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ডুয়েল ফ্রন্ট ক্যামেরা। এক্সোডাস ১ ফোনের দাম ০ দশমিক ১৫ বিটকয়েন বা ৪ দশমিক ৭৮ ইথার কয়েন বা ৯৬০ মার্কিন ডলার।

(ওএস/এসপি/অক্টোবর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

১১ জুলাই ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test