E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার মাশরুম থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু

২০১৮ নভেম্বর ১৪ ১৮:১৬:২০
এবার মাশরুম থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিদ্যুতের অপব্যবহারে সংকট যখন আসন্ন তখন সুখবর অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য। মাশরুম থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। এমনটাই অপেক্ষা করছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী।

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানবিষয়ক সাময়িকী ন্যানো লেটার্স গত বুধবার মাশরুম থেকে বিদ্যুৎ উৎপাদনের কৌশল উদ্ভাবন-সংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে মাশরুম থেকে তৈরি বিদ্যুৎ জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় সক্ষম হবে।

এই পদ্ধতিটি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা।

তাঁরা বলেছেন, গবেষণার সময় তাঁরা মাশরুমের ওপর থ্রি-ডি প্রিন্টিংয়ের মাধ্যমে একগুচ্ছ শক্তি উৎপাদনকারী সায়ানোব্যাকটেরিয়া বসিয়ে দেন।

এরপর ছত্রাকের তৈরি করা আদর্শ পরিবেশে সায়ানোব্যাকটেরিয়াগুলো স্বল্প পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করেছে। যে সায়ানোব্যাকটেরিয়া তাঁরা গবেষণায় কাজে লাগিয়েছেন, তা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সূর্যরশ্মিকে বিদ্যুতে রূপান্তরিত করতে পারে৷

(ওএস/এসপি/নভেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test