E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একবার চার্জে চলবে ২১ দিন 

২০১৮ নভেম্বর ৩০ ১৭:৫৫:০৩
একবার চার্জে চলবে ২১ দিন 

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এবার শক্তিশালী ব্যাটারি ব্যাকআপসহ বাজারে আসছে ‘নকিয়া ১০৬’ মোবাইল ফোন। নোকিয়া কোম্পানির দাবি, টানা ২১ দিনের স্ট্যান্ডবাই সাপোর্ট নিয়ে বাজারে আসছে ডুয়াল সিমের নকিয়া ১০৬ মোবাইল। এক্ষেত্রে এই ফোনটিকে চার্জ দিতে হবে মাত্র একবার।

জানা গেছে, ফোনটিতে ৮০০ মেগা হার্টজের শক্তিশালী ব্যাটারি থাকায় কথা বলার জন্য সময় পাওয়া যাবে ১৫ ঘণ্টা। ফোনটিতে দুই হাজার কনট্যাক্ট এবং ৫০০ টেক্সট মেসেজ স্টোরেজে রাখা যাবে। নকিয়া ১০৬ এ রয়েছে একটি এক দশমিক আট ইঞ্চি ‘কিউকিউভিডিএ টিএসটি’ ডিসপ্লে আর ৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ। এরই সঙ্গে এই ফোনে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট ও এফএম রেডিওর সুবিধাও।

রাশিয়ার বাজারে নকিয়া ১০৬ ফোনের দাম এক হাজার ৫৯০ রুবল। যা বাংলাদেশি টাকায় দুই হাজার টাকা মাত্র। তবে এই ফোন কবে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।

(ওএস/এসপি/নভেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test