E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাউসের ভেতর আস্ত কম্পিউটার!

২০১৯ জানুয়ারি ২৮ ১৬:৪৬:৪৮
মাউসের ভেতর আস্ত কম্পিউটার!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : কম্পিউটারের অনুষঙ্গ হচ্ছে মাউস। আর সেই মাউসের ভেতরই যদি বাস করে কম্পিউটার! তবে কেমন হয় ব্যাপারটা?

সত্যি সত্যিই মাউসের ভেতর আছে আস্ত এক কম্পিউটার। শুধু তাই-ই নয়, আছে ১.৫ ইঞ্চির মনিটর এমনকি কিবোর্ডও। হ্যাঁ, এমন মজার মাউসই আবিষ্কার করেছে রাসপবেরি নামের একটি প্রতিষ্ঠান।

সর্বস্তরে কম্পিউটারের ব্যবহার ছড়িয়ে দিতে একটি দাতব্য প্রতিষ্ঠান রাসপবেরি। তারা সহজলভ্য এই কম্পিউটার দিয়ে সাধারণের কাছে কম্পিটারের সেবা পৌঁছে দিতে চাচ্ছে। এতে আছে ৫১২ এমবি র‍্যাম, ১.৫ ইঞ্চি ওএলইডি স্ক্রিন এবং ৫০০ এমএএইচ ব্যাটারি। আর পুরো কম্পিউটারটা চলে রাসপবেরি পাই জিরো ডব্লিউ মাইক্রো পিসি’র সাহায্যে।

মাউসের পুরো কাঠামো থ্রিডি প্রিন্টেড। এই মাউস প্রায় সাধারণ মাউসের সমানই। হয়তো সামান্য একটু বড়। মাউসের নিচের দিকেই প্লেটের নিচে থাকে কিবোর্ড। আর মাউসের উপরিভাগে লাগানো থাকে কম্পিউটারের মনিটর। আপনার দরকার হলে ভাঁজ খুলে কাজ করবেন অথবা মাউস হিসেবে ব্যবহারের সময় ভাঁজ করে লাগিয়ে রাখবেন। পুরো প্যাকেজটা একটা পূর্ণ কম্পিউটারের মতোই। এতে কম্পিটারের মূল কাজগুলো ঠিকই করা যায়। ক্ষুদ্র এই কম্পিউটারের ভিডিও এখন ইউটিউবে ঘুরছে। আপনিও চাইলে দেখে নিতে পারেন।

(ওএস/এসপি/জানুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test