E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজনৈতিক বিজ্ঞাপনদাতার নাম জানাবে ফেসবুক

২০১৯ ফেব্রুয়ারি ০৮ ১৮:০৭:৫২
রাজনৈতিক বিজ্ঞাপনদাতার নাম জানাবে ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক : রাজনৈতিক বিজ্ঞাপন দেখানোর বিষয়ে সর্তকতা অবলম্বন করেছে ফেসবুক। এখন থেকে কে এই বিজ্ঞাপন দিয়েছে বা কে এটির খরচ বহন করছে তা জানাবে ফেসবুক।

বিজ্ঞাপনের আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। খবর এনডিটিভির

তিন বছর আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের সময় অনলাইন সংস্থাগুলো ফেসবুকে প্রচুর বিজ্ঞাপন দিয়েছিল। সে সব বিজ্ঞাপনের বেশিরভাগই দেওয়া হয়েছিল বেনামে।

সেই ঘটনার পর নতুন করে ভাবনা শুরু করে ফেসবুক। তারই ফল হিসেবে ভারতের লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক বিজ্ঞাপন প্রসঙ্গে সতর্ক হল ফেসবুক।

ভারতের প্রায় ৩০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। বিপুল সংখ্যক মানুষ ফেসবুকে থাকায় রাজনৈতিক দলগুলো সেখানে বিজ্ঞাপন দেয়।

২০১৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে ফেসবুক এবং ইন্টারনেটের অন্য মাধ্যমে বিজ্ঞাপন দিতে খরচ হয়েছিল ১৫ বিলিয়ন। এবার তা বেড়ে দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test