E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

 

না বুঝে ক্লিক করলেই বিপদ

২০১৪ জুলাই ২২ ১৪:০৮:৫০
না বুঝে ক্লিক করলেই বিপদ

নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে এই ছবি দেখে ভুলেও নিচে দেয়া link-এ ক্লিক করবেন না। আপনার অজান্তে ডাউনলোড হয়ে যাবে মারাত্মক ভাইরাস।

এই সতর্কীকরণ খোদ অনলাইন সিকিউরিটি সংস্থা Bitdefender-এর।

সম্প্রতি ফেসবুকের পাতায় কৌতূহল জাগিয়েছে একটি পোস্ট। পোস্ট করা ছবি দেখে মনে হচ্ছে ইউটিউবের কোনো ভিডিও। দেখে মনে হচ্ছে, ওয়েবক্যামে এক মহিলার পোশাক পরিবর্তনের দৃশ্য রেকর্ড করা হয়েছে।

ছবির নিচে দেয়া রয়েছে একটি link। আর এখানেই সর্বনাশের মূল। জানা গিয়েছে, ওই link-এ ক্লিক করা মাত্র ইউজার পৌঁছে যাবেন এমন কিছু ওয়েবসাইটে যেখানে Adobe Flash সফটওয়্যার আপডেট করার অছিলায় ডাউনলোড হবে সংক্রামক ভাইরাস যা নিমেষে মুছে দেবে গুরুত্বপূর্ণ নথি, নষ্ট করে দেবে আপনার পিসি, ল্যাপটপ বা ট্যাবলেট।

এ বিষয়ে সতর্ক করে Bitdefender-এর মুখ্য নিাপত্তা উপদেষ্টা ক্যাটালিন কোসোই বলেন, বিধ্বংসী এই সফ্টওয়্যারটি সম্ভবত অ্যালবানিয়ায় তৈরি। সাইবার দুষ্কৃতিরা ইউজারকে বোকা বানাতে অন্তত ২০ হাজার ভুয়ো ইউআরএল তৈরি করেছে, যার ফাঁদে পা দিয়ে বিপাকে পড়েছেন ইতিমধ্যে কয়েক হাজার ফেসবুক গ্রাহক।

কোসোই জানান, 'ভিডিওটি কয়েক সেকেন্ডের জন্য চলতে শুরু করেই থেমে যায়। কিন্তু তার আকর্ষণে পুরুষ ইউজাররা ওই link-এ ক্লিক করে বসেন। আর তাতেই ঘটে বিপদ।'

তিনি জানান, ক্ষতিকর ওয়েবসাইটকে আড়াল করতে হ্যাকাররা ইন্টারনেট সার্ভিস bit.ly থেকে সংক্ষিপ্ত ইউআরএল ব্যবহার করছে। এ ব্যাপারে ইতিমধ্যে bit.ly-কে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন কোসোই।

কী ভাবে আপনার ডিভাইসে ঢুকে পড়ছে ক্ষতিকর ভাইরাস?

কোসোই জানিয়েছেন, ভুয়ো ওয়েবসাইট মারফত ডাউনলোডের পর একবার ইনস্টলড হয়ে গেলে Trojan.Agent.BDYV নামে এই ভাইরাস ক্রোম ও ফায়ারফক্স-এর নথি নষ্ট করতে শুরু করে।

এমনকি, ফেসবুকে কোনো বন্ধুকে tag করা বা অবাঞ্ছিত ইউজারকে block করার কাজেও নাক গলায় সে। এ ছাড়া সমূলে মুছে দিতে থাকে সংরক্ষিত যাবতীয় নথি।

ফেসবুকে 'লোভনীয়' পোস্ট দেখে তড়িঘড়ি link-এ ক্লিক করার আগে তাই দু' বার ভেবে দেখুন। যৌনতার আড়ালে মুখ ঢেকে রেখেছে হয়তো ভাইরাস রাক্ষস!

(ওএস/এটিআর/জুলাই ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test