E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফায়ারফক্সের নতুন ভার্সন ৩১ উন্মুক্ত

২০১৪ জুলাই ২৪ ১৯:১৩:৪৯
ফায়ারফক্সের নতুন ভার্সন ৩১ উন্মুক্ত

নিউজ ডেস্ক : বাড়তি সুবিধা এবং চমকার কিছু নতুন ফিচার যোগে উন্মুক্ত হয়েছে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজারের ৩১তম সংস্করণ। সম্প্রতি মজিলা নতুন এই সংস্করণ প্রকাশের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানের দেওয়া তথ্য মতে, এটি সুপ্রতিষ্ঠিত করে তৈরি। ডেস্কটপ ব্যবহারকারীদের মধ্যে উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক প্লাটফর্ম এবং মেবাইল ব্যবহারকারীদের মধ্যে অ্যান্ড্রয়েডে এটি ব্যবহার করা যাবে।

ডেস্কটপ ভার্সন প্রসঙ্গে জানানো হয়, এতে যুক্ত নতুন ফিচার এবং সম্প্রসারিত সুবিধার মধ্যে বিশেষ হলো ‘নতুন ট্যাব পেজে নতুন সার্চ ফিল্ড’। ফলে ব্যবহারকারীরা এই সার্চ ফিল্ডের মাধ্যমে সার্চের কাজগুলো সম্পন্ন করতে পারায় সার্চের জন্য নতুনকরে অন্যত্র যাওয়ার প্রয়োজন পড়বেনা।সুবিধাটি বর্তমানে ক্রোম ব্যবহারকারীরা উপভোগ করছে।

এছাড়া নতুন ভার্সনে বড় পরবির্তন হলো এটি ‘এইচটিটিপি হেডার প্রেফার’ সমর্থন করে। এই পদ্ধতির ফলে যে কোনো ক্রিয়া যাচাই বাছাইয়ের পর গণ্য হয়।

তাই পেরেন্টাল কন্ট্রোলের জন্য এটি নিরাপদ এছাড়া অনাকাঙ্খিত ডাউলোড ফাইলগুলো থেকেও ব্যবহারকারীকে নিরাপদ রাখে এর ডিফল্ড ম্যালওয়ার ব্লকিং সুবিধা।

আর অ্যান্ড্রয়েড প্লাটফর্মের সবচেয়ে উল্লেখযোগ্য নতুন ফিচার হলো ব্যবহারকারী ব্রাউজারের মূল পর্দায় বিদ্যমান প্যানেলগুলো পুনরায় ব্যবস্থাপনার সমর্থন পাবে। তবে ডেস্কটপের ক্ষেত্রে ভার্সনটিতে আসা অন্যান্য পরির্তনগুলো মিল রয়েছে বলা হচ্ছে।

(ওএস/অ/জুলাই ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test