E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এখনই ফেসবুক বন্ধ করতে চান সহ-প্রতিষ্ঠাতা

২০১৯ মে ১০ ১৭:৪০:৫৬
এখনই ফেসবুক বন্ধ করতে চান সহ-প্রতিষ্ঠাতা

তথ্যপ্রযুিক্ত ডেস্ক : বর্তমান এই প্রযুক্তিনির্ভর যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক অন্যতম। বর্তমানে এর গ্রাহক সংখ্যা ২০০ কোটিরও বেশি। এছাড়া, সংস্থাটির মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের প্রতিটিতে ১০০ কোটির বেশি ইউজার রয়েছেন।

তবে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে চমকে দেওয়ার মতো মন্তব্য করেছেন মার্ক জুকেরবার্গের প্রাক্তন রুমমেট তথা ফেসবুক ইনকর্পোরেটিভ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ক্রিস হিউজেস। তার মতে, এখনই বন্ধ করে দেওয়া উচিত ফেসবুক।

হিইজেসের মতে, 'আমরা এমনই এক দেশ যেখানে একচ্ছত্র আধিপত্যে লাগাম দেওয়া হয়েছে, তা সে যতই সৎ উদ্দেশ্য থাক কোন সংস্থার মালিকের। মার্কের ক্ষমতা প্রশ্নাতীত এবং অ-আমেরিকান সুলভ।'
প্রসঙ্গত, ২০০৪ সালে হারভার্ডে সংস্থার চিফ একজিকিউটিভ অফিসার মার্ক জুকেরবার্গ এবং ডাস্টিন মস্কোভিৎজের সঙ্গে ফেসবুকের জন্ম দেন ক্রিস হিউজেস। ২০০৭ সালে তিনি সংস্থা ত্যাগ করেন এবং পরে লিংকেডিন সাইটে এক পোস্টের মাধ্যমে জানান, তিন বছর ফেসবুকের সঙ্গে কাজ করার ফলে তিনি ৫০ কোটি ডলার উপার্জন করেছেন।

হিউজেস জানিয়েছেন, '১৫ বছর হয়ে গেল হারভার্ডে আমি ফেসবুক সহ-প্রতিষ্ঠা করি। এটাও সত্যি যে গত এক দশকে আমি ওই সংস্থার জন্য কোন কাজ করিনি। কিন্তু তবুও আমি ক্ষোভ ও দায়িত্ববোধে ভুগি।'

তাঁর কথায়, 'মার্ক অত্যন্ত ভালো ও দয়ালু মানুষ। কিন্তু উন্নয়নের দিকে নজর থাকায় ক্লিক বাড়াতে গিয়ে নিরাপত্তা ও শিষ্টতা সে ভুলে গিয়েছে। ওর আশপাশে এমন কিছু মানুষ ও কর্মী সব সময় ঘিরে থাকে, যারা ওর এই বিশ্বাসকে চ্যালেঞ্জ না করে তাতে ইন্ধন জোগায়।'

তবে হিউজেসের মন্তব্য সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।

(ওএস/এসপি/মে ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test